গ্রিজম্যানদের দাপট দেখল নভগরোদ, বিশ্বকাপ থেকে বিদায় সুয়ারেজদের
Last Updated:
পর্তুগালের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে দারুণ খেললেও এদিন চূড়ান্ত ব্যর্থ অস্কার তাবারেজের দল ৷ ফ্রান্সের বিরুদ্ধে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় সুয়ারেজদের ৷ কাভানিহীন উরুগুয়েকে এদিন একেবারেই ছন্দে দেখা যায়নি ৷ দলের ডিফেন্সকেও আগের ম্যাচগুলির মতো তেমন জমাট দেখায়নি ৷ গোলরক্ষক মুসলেরার ভুলে একটা গোলও হজম করে উরুগুয়ে ৷ যার নিটফল মেসি, রোনাল্ডোর পর এবার বিশ্বকাপ থেকে বিদায় আরেক তারকা লুইজ সুয়ারেজেরও ৷ Photo Courtesy: Reuters
advertisement
এডিনসন কাভানির অনুপস্থিতিতে উরুগুয়ের আক্রমণ এদিন কখনই সেভাবে দানা বাঁধল না । সুয়ারেজের সঙ্গে কাভানির যুগলবন্দিই দেখা গেল না । সেই সুযোগ ভালমতোই নিতে সফল ফ্রান্স ৷ শেষের দিকে মাঝমাঠে শুধু দাপট দেখা গেল পোগবাদের ৷ সহজে ম্যাচ জিতে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করে নিল দিদিয়ের দেশঁর দল ৷ Photo Courtesy: Reuters
advertisement
advertisement
advertisement
advertisement