East Bengal|| ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি জট নিয়ে উত্তপ্ত উত্তরবঙ্গ, বিক্ষোভের মধ্যেই পুড়ল নীতু সরকারের ছবি...

Last Updated:
East Bengal: চুক্তিপত্রে সই নিয়ে রণক্ষেত্র ইস্টবেঙ্গল ক্লাব চত্বর। পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষোভে সামিল ইস্টবেঙ্গল সমর্থকেরা। চুক্তি জট নিয়ে ক্ষোভ প্রকাশ্যে এল। এখানেও কার্যত দুই ভাগে বিভক্ত লাল-হলুদ শিবির।
1/6
*কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষোভে সামিল ইস্টবেঙ্গল সমর্থকেরা। চুক্তি জট নিয়ে ক্ষোভ প্রকাশ্যে এল। এখানেও কার্যত দুই ভাগে বিভক্ত লাল-হলুদ শিবির। ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করল ইস্টবেঙ্গল ক্লাবেরই সমর্থকেরা। তথ্য ও ছবি: পার্থপ্রতীম সরকার।  
*কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষোভে সামিল ইস্টবেঙ্গল সমর্থকেরা। চুক্তি জট নিয়ে ক্ষোভ প্রকাশ্যে এল। এখানেও কার্যত দুই ভাগে বিভক্ত লাল-হলুদ শিবির। ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করল ইস্টবেঙ্গল ক্লাবেরই সমর্থকেরা। তথ্য ও ছবি: পার্থপ্রতীম সরকার।  
advertisement
2/6
*উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে বিক্ষোভ দেখাল ক্লাব সমর্থকেরা। তাদের সাফ দাবী, অবিলম্বে শ্রী সিমেন্টের চুক্তিপত্রে সই করতে হবে। দ্রুত আইএসএল-এ (ISL) খেলা নিশ্চিত করতে হবে। ভাল দল গড়ে চ্যাম্পিয়নশীপের লড়াইতে থাকতে হবে। অহেতুক চুক্তি নিয়ে জট পাকাচ্ছেন ক্লাবের পদাধিকারীরা। আর তাই তারা 'নীতু সরকার গো ব্যাক' স্লোগানও দেন এ দিন। শিলিগুড়িতে পুড়ল নীতু সরকারের ছবিও।
*উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে বিক্ষোভ দেখাল ক্লাব সমর্থকেরা। তাদের সাফ দাবী, অবিলম্বে শ্রী সিমেন্টের চুক্তিপত্রে সই করতে হবে। দ্রুত আইএসএল-এ (ISL) খেলা নিশ্চিত করতে হবে। ভাল দল গড়ে চ্যাম্পিয়নশীপের লড়াইতে থাকতে হবে। অহেতুক চুক্তি নিয়ে জট পাকাচ্ছেন ক্লাবের পদাধিকারীরা। আর তাই তারা 'নীতু সরকার গো ব্যাক' স্লোগানও দেন এ দিন। শিলিগুড়িতে পুড়ল নীতু সরকারের ছবিও।
advertisement
3/6
*কলকাতার বাইরে উত্তরবঙ্গে বরাবরই ইস্টবেঙ্গলের সমর্থক বেশী। শিলিগুড়িকে বলা হয় ইস্টবেঙ্গলের সেকেণ্ড হোম! স্বাভাবিকভাবেই চুক্তি জট নিয়ে ক্ষিপ্ত উত্তরের সমর্থকেরাও। জলপাইগুড়ির রাস্তাতেও ক্ষোভের আগুন জ্বলে ওঠে। জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা রাস্তায় নেমে চুক্তির পক্ষে সওয়াল করেন। তাদের স্লোগান ছিল "রাস্তায় আজ আমরা সব্বাই, ইস্টবেঙ্গলকে ফুটবলে চাই"। ফাইল ছবি। 
*কলকাতার বাইরে উত্তরবঙ্গে বরাবরই ইস্টবেঙ্গলের সমর্থক বেশী। শিলিগুড়িকে বলা হয় ইস্টবেঙ্গলের সেকেণ্ড হোম! স্বাভাবিকভাবেই চুক্তি জট নিয়ে ক্ষিপ্ত উত্তরের সমর্থকেরাও। জলপাইগুড়ির রাস্তাতেও ক্ষোভের আগুন জ্বলে ওঠে। জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা রাস্তায় নেমে চুক্তির পক্ষে সওয়াল করেন। তাদের স্লোগান ছিল "রাস্তায় আজ আমরা সব্বাই, ইস্টবেঙ্গলকে ফুটবলে চাই"। ফাইল ছবি। 
advertisement
4/6
*ফ্যান ক্লাবের এক সদস্য জানান, "সোচ্চার সবাই,  চারদিকে ইস্টবেঙ্গলের আই এস এলে খেলার দাবি উঠছে, পথে নেমেছি আমরাও। নামছে অগণিত সমর্থক। কলকাতার সমর্থকরা আজ ক্লাব মুখো হচ্ছে ইস্টবেঙ্গলের পায়ে  ফুটবল ফেরাতে l আজ প্রতিবাদের দামামার দিন।" ফাইল ছবি। 
*ফ্যান ক্লাবের এক সদস্য জানান, "সোচ্চার সবাই,  চারদিকে ইস্টবেঙ্গলের আই এস এলে খেলার দাবি উঠছে, পথে নেমেছি আমরাও। নামছে অগণিত সমর্থক। কলকাতার সমর্থকরা আজ ক্লাব মুখো হচ্ছে ইস্টবেঙ্গলের পায়ে  ফুটবল ফেরাতে l আজ প্রতিবাদের দামামার দিন।" ফাইল ছবি। 
advertisement
5/6
*শিলিগুড়িতেও আজ দ্বিধাবিভক্ত ফ্যান ক্লাবের সদস্যরা। নীতু সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল ফ্যান ক্লাবেরই এক পক্ষ। ফ্যান ক্লাবের সমর্থক অভিজিৎ চক্রবর্তী জানান, "ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকারের বিরুদ্ধেই আজ প্রতিবাদ। আমরা চাই অবিলম্বে শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি হোক। প্রতিবছর ইনভেসড়র পরিবর্তন হলে আদপে ক্লাবের ক্ষতি। ভালো দল গড়ে আই এস এল জয়ই আমাদের লক্ষ্য। অযথা চুক্তি নিয়ে আর ঢিলেমি নয়।" এই দাবীকে সামনে রেখেই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্যাম্পাসে হল বিক্ষোভ। পোড়ানো হয় ক্লাব কর্তা নীতু সরকারের ছবিও।
*শিলিগুড়িতেও আজ দ্বিধাবিভক্ত ফ্যান ক্লাবের সদস্যরা। নীতু সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল ফ্যান ক্লাবেরই এক পক্ষ। ফ্যান ক্লাবের সমর্থক অভিজিৎ চক্রবর্তী জানান, "ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকারের বিরুদ্ধেই আজ প্রতিবাদ। আমরা চাই অবিলম্বে শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি হোক। প্রতিবছর ইনভেসড়র পরিবর্তন হলে আদপে ক্লাবের ক্ষতি। ভালো দল গড়ে আই এস এল জয়ই আমাদের লক্ষ্য। অযথা চুক্তি নিয়ে আর ঢিলেমি নয়।" এই দাবীকে সামনে রেখেই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্যাম্পাসে হল বিক্ষোভ। পোড়ানো হয় ক্লাব কর্তা নীতু সরকারের ছবিও।
advertisement
6/6
*আজ কলকাতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশের লাঠিচার্জও হয়েছে। তার বিরুদ্ধেও সোচ্চার উত্তরের লাল-হলুদ ভক্তরা।
*আজ কলকাতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশের লাঠিচার্জও হয়েছে। তার বিরুদ্ধেও সোচ্চার উত্তরের লাল-হলুদ ভক্তরা।
advertisement
advertisement
advertisement