advertisement
২০০৬ বিশ্বকাপে পর্তুগালের সাথে নেদারল্যান্ডসের ম্যাচ ‘নুরেমবার্গ যুদ্ধ’ হিসেবে পরিচিত ৷ চারটে লাল কার্ড এবং ১৬টি হলুদ কার্ড বিশ্বকাপে এখনও ইতিহাস হয়ে রয়েছে৷ ক্রিস্টিয়ানো রোনালদোকে বাজেভাবে ট্যাকল করায় প্রথমে হলুদ কার্ড পান বুলারোজ৷ যার কারণে মাঠ ছাড়তে হয় রোনালদোকে৷ শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয় নেদারল্যান্ডকে। (Photo: Reuters)
advertisement
২০১০ সালে স্পেন ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ ফাইনাল নাম পেয়েছিল ‘ব্যাটল অব জোহানেসবার্গ’৷ জাবি আলনসোকে ফ্লাইং কিক দিয়ে হলুদ কার্ড পেয়েছিলেন ডি জং ৷ ম্যাচে নেদারল্যান্ডকে দেখতে হয় ৯টি হলুদ কার্ড৷ দুটি হলুদ কার্ড পেয়ে অতিরিক্ত সময়ে মাঠ ছাড়েন জন হাইটিঙ্গা ৷ সেই যুদ্ধে ছাড় দেয়নি স্পেনও, স্পেন পেয়েছিল ৫টি হলুদ কার্ড৷ স্পেনের আন্দ্রেস ইনিয়েস্টার শেষ মুহূর্তে গোল দিয়ে ‘যুদ্ধ’ জয় করেছিল (Photo Collected)
advertisement
advertisement
advertisement
১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ৷ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে ফ্রান্স ৷ লরেন ব্লঁ-এর সাথে ধাক্কাধাক্কির পর হঠাৎ করেই মাথা চেপে ধরে মাটিতে পড়ে যান স্লেভেন বিলিক ৷ এ ঘটনায় ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্লঁ-কে৷ ভিডিও রিপ্লেতে দেখা যায়, বিলিককে স্পর্শই করেননি ব্লঁ৷ (Photo: Reuters)
advertisement
advertisement
advertisement
ঝাঁপিয়ে মাটিতে পড়ে যাওয়ায় বেশ নামডাক ছিল জুর্গেন ক্লিন্সমানর৷ কিন্তু ক্যারিয়ারে তাঁর সবচেয়ে সমালোচিত ডাইভ ১৯৯০ সালের বিশ্বকাপে৷ আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে ৬৫ মিনিটে পেদ্রো মোনসনের ট্যাকলে উড়ে মাটিতে পড়েন ক্লিনসমান, লাল কার্ড পেতে হয় পেদ্রোকে ৷ পরে দেখা যায়, ইচ্ছে করেই লাফ দিয়েছিলেন এই জার্মান খেলোয়াড়৷ (Photo: Reuters)
advertisement