Vice President Election: ম্যাজিক ফিগার কত?উপরাষ্ট্রপতি নির্বাচনে কটি ভোট পেতে পারেন এনডিএ-র রাধাকৃষ্ণন, দেখুন হিসেব

Last Updated:

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র দাবি ছিল, তারা একাই ৩০০ পার করবে৷ কিন্তু শেষ পর্যন্ত বিজেপি-কে থামতে হয়েছিল ২৪০-এ৷ লোকসভা নির্বাচনের ফলকে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছিল ইন্ডিয়া জোট৷

এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি৷
এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি৷
জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার পর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি যে সিপি রাধাকৃষ্ণনই হতে চলেছেন, তা একরকম নিশ্চিত৷ এনডিএ প্রার্থীর জয় এখন খালি সময়ের অপেক্ষা৷ তবে শুধু জয় নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের মার্জিন যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে বিরোধীদের বার্তা দিতে চায় বিজেপি৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র দাবি ছিল, তারা একাই ৩০০ পার করবে৷ কিন্তু শেষ পর্যন্ত বিজেপি-কে থামতে হয়েছিল ২৪০-এ৷ লোকসভা নির্বাচনের ফলকে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছিল ইন্ডিয়া জোট৷ তাই উপরাষ্ট্রপতি নির্বাচনেও জয়ের মার্জিন নিয়েই যাবতীয় মাথাব্যথা বিজেপি শীর্ষ নেতৃত্বের৷
শুধুমাত্র নিজেদের জোট সঙ্গী নয়, বিজেপি অথবা কংগ্রেস, কারও সঙ্গে কোনওরকম জোটে নেই যে দলগুলি, তাদের সমর্থন আদায়েরও চেষ্টায় আছে পদ্ম শিবির৷ একান্ত তা না হলে সেই দলগুলি যাতে ভোটদান থেকে বিরত থাকে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে খবর৷
advertisement
advertisement
মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে অঙ্কের হিসেবেও অনেকটা নিশ্চিন্ত বিজেপি নেতারা৷ ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস জানিয়ে দিয়েছে, তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দানে বিরত থাকবে৷ বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটিআর এই সিদ্ধান্তের জন্য বিজেপি এবং কংগ্রেসকে সমান ভাবে দায়ী করেছেন৷ বিআরএস-এর সমর্থন না পেলেও অবশ্য সমস্যা বাড়বে না বিজেপি-র৷ বরং তাদের সুবিধাই হবে৷ কারণ বিআরএস-এর হাতে মাত্র চারজন সাংসদ রয়েছেন৷ ভোট দানে বিরত থাকায় সেই ভোট বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিও পাচ্ছেন না৷
advertisement
অন্যদিকে দক্ষিণের আর এক দল জগনের ওয়াইএসআর কংগ্রেস এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকেই সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে৷ জগনের দলের মোট ১১ জন সাংসদ রয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই মঙ্গলবার ভোট দেবেন৷ ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনে ছাড়াও পাবেন দলের জেলবন্দি সাংসদ মিঠুন রেড্ডি৷
নবীন পট্টনায়কের দল ওড়িশার বিজু জনতা পার্টি (বিজেডি) অতীতে বহুক্ষেত্রেই সংসদে ভোটাভুটিতে বিজেপি-কে সমর্থন করেছে৷ কিন্তু ওড়িশায় বিজেপি-র কাছেই ক্ষমতা হারানোর পর সেই অবস্থান বদলেছে বিজেডি৷ সোমবার দলের সাংসদ সস্মিত পাত্র জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার তাদের সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবেন৷ বিজেডি-র মোট সাতজন সাংসদ রয়েছেন৷
advertisement
লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮১ জন সাংসদ রয়েছেন যাঁরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন৷ বিজেডি এবং বিআরএস সাংসদরা ভোটদানে বিরত থাকলে সেই সংখ্যা কমে দাঁড়াবে ৭৭০-এ৷ ফলে উপরাষ্ট্রপতি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৩৮৬ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে৷
লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এনডিএ-র হাতে ৪০০-র বেশি সাংসদ রয়েছেন৷ এর বাইরে জগনের দলের ১১ জন সাংসদ এনডিএ প্রার্থীর সমর্থনে ভোট দেবেন৷ হিসেব অনুযায়ী ভোটদান হলে, এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৩৬টি ভোট পেতে পারেন৷ যেখানে ম্যাজিক ফিগার ৩৮৬৷ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর নৈতিক জয়ের যে খোঁটা বিরোধী শিবির দিয়েছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরাট ব্যবধান জয়ের মধ্যে দিয়েই তার জবাব দিতে চান বিজেপি-র শীর্ষ নেতারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election: ম্যাজিক ফিগার কত?উপরাষ্ট্রপতি নির্বাচনে কটি ভোট পেতে পারেন এনডিএ-র রাধাকৃষ্ণন, দেখুন হিসেব
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement