এশিয়ান কাপের ইতিহাসে ভারত রানার্স হয়েছিল ১৯৬৪ সালে ৷ এই টুর্নামেন্টে এটাই এখনও পর্যন্ত সেরা রেকর্ড ব্লু টাইগার্সদের ৷ কিন্তু ১৯৬৪ সালে টুর্নামেন্টে কোনও নক-আউট পর্ব ছিল না ৷ মাত্র চারটে দলের মধ্যে খেলা হয়েছিল রাউন্ড-রবিন লিগে ৷ তাই আজ, সোমবার বাহরিনকে হারিয়ে নক-আউট পর্বে গেলে ইতিহাস সৃষ্টি করবেন সুনীলরা ৷ Photo Courtesy: AIFF/Twitter
ভারত বাহরিনের সঙ্গে এবং আমিরশাহি-থাইল্যান্ড ম্যাচও যদি ড্র হয় সেক্ষেত্রে ভারত-থাইল্যান্ড দু’দলের পয়েন্টই হবে ৪ ৷ কিন্তু থাইল্যান্ডকে হারানোয় পরের রাউন্ডে যাবে ভারত ৷ আর ম্যাচ হেরে গেলে ভারতকে অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় দল হওয়ার জন্য ৷ যদিও সেটা ভাগ্যদেবতার সহায় ছাড়া সম্ভব নয় ৷ Photo Courtesy: AIFF/Twitter