কাতারে বিশ্বকাপ উঠছে তারই হাতে! সেমির আগেই অন্যভাবে বুঝিয়ে দিলেন মেসি

Last Updated:
কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ডাচদের হারিয়ে সেমিতে পৌছেছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তবে সেম ফাইনালে নামার আগে বড় ইঙ্গিত দিয়ে রাখলেন মেসি।
1/6
৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটানো ও লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের স্বপ্নপূরণের মাঝে মাত্র ২টি ম্যাচ। যা জিততে পারলেও কাতারে ইতিহাস রচনা করবেন আলবিসেলেস্তারা।
৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটানো ও লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের স্বপ্নপূরণের মাঝে মাত্র ২টি ম্যাচ। যা জিততে পারলেও কাতারে ইতিহাস রচনা করবেন আলবিসেলেস্তারা।
advertisement
2/6
নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর সেমি ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। কিন্তু সেমি ফাইনালের আগেই যেন অন্য উপায়ে লিওনেল মেসি বুঝিয়ে দিলেন কাতারে বিশ্বকাপ উঠছে তারই হাতে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর সেমি ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। কিন্তু সেমি ফাইনালের আগেই যেন অন্য উপায়ে লিওনেল মেসি বুঝিয়ে দিলেন কাতারে বিশ্বকাপ উঠছে তারই হাতে।
advertisement
3/6
আসলে মেসির ডান পায়ে একটি নতুন ট্যাটু লক্ষ্য করা গিয়েছে। যেখানে  দুই হাতে ধরে থাকা বিশ্বকাপের ট্রফি। পাশে লেখা কাতার ২০২২। যেই ট্যাটু ইতিমধ্যেউ শোরগোল ফেলে দিয়েেছ।
আসলে মেসির ডান পায়ে একটি নতুন ট্যাটু লক্ষ্য করা গিয়েছে। যেখানে দুই হাতে ধরে থাকা বিশ্বকাপের ট্রফি। পাশে লেখা কাতার ২০২২। যেই ট্যাটু ইতিমধ্যেউ শোরগোল ফেলে দিয়েেছ।
advertisement
4/6
মেসির শরীরের অনেক জায়গায় নান ধরনের ট্যাটু রয়েছে। বাঁ পা জুড়েও ট্যাটু রয়েছে। ডান পায়ে অন্য ট্যাটু থাকলেও এরআগেল বিশ্বকাপ ট্রফি ও কাতার ২০২২ লেখ জায়গাটা ফঁাকাই ছিল।
মেসির শরীরের অনেক জায়গায় নান ধরনের ট্যাটু রয়েছে। বাঁ পা জুড়েও ট্যাটু রয়েছে। ডান পায়ে অন্য ট্যাটু থাকলেও এরআগেল বিশ্বকাপ ট্রফি ও কাতার ২০২২ লেখ জায়গাটা ফঁাকাই ছিল।
advertisement
5/6
ফলে এই ট্যাটুটি যে মেসি নতুন করেছেন তা বোঝাই যাচ্ছে। তাহলে কি এবার বিশ্বকাপ নিজের করেই নিচ্ছেন মেসি? তার ডান পায়ের ট্যাটু তো সবাইকে তেমনটাই জানান দিচ্ছে। অনেকটা যেন নিজের ভবিষ্যদ্বাণী নিজেই করছেন লিও।
ফলে এই ট্যাটুটি যে মেসি নতুন করেছেন তা বোঝাই যাচ্ছে। তাহলে কি এবার বিশ্বকাপ নিজের করেই নিচ্ছেন মেসি? তার ডান পায়ের ট্যাটু তো সবাইকে তেমনটাই জানান দিচ্ছে। অনেকটা যেন নিজের ভবিষ্যদ্বাণী নিজেই করছেন লিও।
advertisement
6/6
এটাই তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। বিশ্বকাপ জিততে যে তিনি কতটা মরিয়া সেই কথও সকলের জানা। এই ট্যাটু তারই একটি প্রমাণ। এই ট্যাটুই যেন সত্যি হয়, সেই শুভেচ্ছা বার্তাই বিশ্ব জুড়ে মেসি ও আর্জেন্টিনা সমর্থকদের।
এটাই তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। বিশ্বকাপ জিততে যে তিনি কতটা মরিয়া সেই কথও সকলের জানা। এই ট্যাটু তারই একটি প্রমাণ। এই ট্যাটুই যেন সত্যি হয়, সেই শুভেচ্ছা বার্তাই বিশ্ব জুড়ে মেসি ও আর্জেন্টিনা সমর্থকদের।
advertisement
advertisement
advertisement