কেন রোনাল্ডোকে রাখা হয়নি প্রথম একাদশে, এবার কোচের বিরুদ্ধে বোমা ফাটালেন জর্জিনা
- Published by:Sudip Paul
Last Updated:
সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছেছে পর্তুগাল। কিন্তু দলে প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনালডোর না থাকার সমালোচনা করলেন জর্জিনা রড্রিগেজ।
advertisement
advertisement
advertisement
advertisement
রোনাল্ডোর বোন এলমা আভেইরো পর্তুগীজ কোচের সিদ্ধান্ত সমালোচনা করে বলেছেন, ও দিনের পর দিন পর্তুগালের জন্য লড়েছে। সেই মানুষটার সঙ্গে এমন অবিচার আসলে লজ্জার। ওর বয়স হয়েছে। এটা স্বাভাবিক। ও এখন গোল পাচ্ছে না। তার জন্য ওর সব অবদান ভুলে যেতে হবে! রোনাল্ডোকে আর দরকার নেই। কোচ ওর সব অবদান এত সহজে ভুলে গেলেন! এটা অবিচার হল রোনাল্ডোর সঙ্গে।
advertisement
তবে রোনাল্ডো ও ফার্নান্ডো স্যান্টোস বিশ্বকাপে দলের কথা ভেবে বিতর্কে জল ঢালার চেষ্টা করেছেন। পর্তুগীজ কোচ বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া পর্তুগাল হয় না। আর রোনাল্ডো বলেছেন, পর্তুগালের জন্য একটা দারুণ দিন। বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল। প্রতিভা এবং তারুণ্যের মিশেল দেখা গিয়েছে। যে দল নির্বাচন করা হয়েছিল, সেটাকে প্রশংসা করতেই হবে। স্বপ্নের দৌড় চলছে। শেষ পর্যন্ত চলবে।