বিশ্বকাপ ফাইনালে নিয়ম ভেঙে বিতর্কে ফিফা, কাঠগড়ায় খোদ প্রেসিডেন্ট ইনফান্তিনো

Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় করল আর্জেন্টিনা। তবে ফাইনালে নিয়ম ভাঙার অভিযোগ উঠল ফিফার বিরুদ্ধে।
1/5
বিশ্বকাপ ফাইনাল জয়ের পর মেসিকে একটি কালো রঙের আলখাল্লা পড়ানো হয়েছিল। যেটা পড়েই বিশ্বকাপের ট্রফি তুলেছিল ফিফা। ওই কালো আলখাল্লা পরে মেসি ট্রফি তোলায় বিতর্কে জড়িয়েছে ফিফা।
বিশ্বকাপ ফাইনাল জয়ের পর মেসিকে একটি কালো রঙের আলখাল্লা পড়ানো হয়েছিল। যেটা পড়েই বিশ্বকাপের ট্রফি তুলেছিল ফিফা। ওই কালো আলখাল্লা পরে মেসি ট্রফি তোলায় বিতর্কে জড়িয়েছে ফিফা।
advertisement
2/5
কারণ ফিফার নিয়ম বলছে ম্যাচের জার্সি ছাড়া অন্য কিছু পরে ট্রফি নেওয়া যাবে না। কিন্তু মেসিকেওই কালো আলখাল্লা পরিয়ে দেন কাতারের রাজা। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
কারণ ফিফার নিয়ম বলছে ম্যাচের জার্সি ছাড়া অন্য কিছু পরে ট্রফি নেওয়া যাবে না। কিন্তু মেসিকেওই কালো আলখাল্লা পরিয়ে দেন কাতারের রাজা। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
advertisement
3/5
ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো নিজের হাতে মেসিকে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন। সেই সময় মেসির গায়ে ছিল সেই আলখাল্লা। সেই সময় তিনি মেসিকে ওই আলখাল্লা খুলতেও বলেননি।
ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো নিজের হাতে মেসিকে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন। সেই সময় মেসির গায়ে ছিল সেই আলখাল্লা। সেই সময় তিনি মেসিকে ওই আলখাল্লা খুলতেও বলেননি।
advertisement
4/5
এই আলখাল্লা আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। মেসিকে সম্মান জানানোর জন্যই রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি তা মেসিকে পরিয়ে দিয়েছিলেন।
এই আলখাল্লা আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। মেসিকে সম্মান জানানোর জন্যই রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি তা মেসিকে পরিয়ে দিয়েছিলেন।
advertisement
5/5
ফিফার নিয়ম বলছে ফাইনালের জন্য অন্য কোনও পোষাক থাকলেও তা পুরস্কার বিতরণ হয়ে যাওয়ার পরই পরতে পারবেন প্লেয়াররা।  ইনফান্তিনো তা জেনেও কেন আটকালেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।
ফিফার নিয়ম বলছে ফাইনালের জন্য অন্য কোনও পোষাক থাকলেও তা পুরস্কার বিতরণ হয়ে যাওয়ার পরই পরতে পারবেন প্লেয়াররা। ইনফান্তিনো তা জেনেও কেন আটকালেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
advertisement