ট্রান্স মডেলের সঙ্গে প্রেম এখন অতীত, এমবাপের জীবনে এখন নতুন 'গোলাপ', দেখুন ছবি

Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালের আগে তারকা প্লেয়ারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। আজ আপনাদের জানাব কিলিয়ান এমবাপের প্রেম জীবন সম্পর্কে।
1/6
মেসি-রোনাল্ডো পরবর্তী যুগে এখনও পর্যন্ত তিনিই যে আগামির মহাতারকা এনিয়ে কোনও সন্দেহ নেই। তার ব্যক্তিগত জীবন নিয়েও জানার কোতুহল কম নয় ফ্যানেদের। এতদনি জানা যাচ্ছিল ফ্রান্সের ট্রান্স মডেল ইনেস রাউয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন এমবাপে।
মেসি-রোনাল্ডো পরবর্তী যুগে এখনও পর্যন্ত তিনিই যে আগামির মহাতারকা এনিয়ে কোনও সন্দেহ নেই। তার ব্যক্তিগত জীবন নিয়েও জানার কোতুহল কম নয় ফ্যানেদের। এতদনি জানা যাচ্ছিল ফ্রান্সের ট্রান্স মডেল ইনেস রাউয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন এমবাপে।
advertisement
2/6
তাদের দুজনকে একঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। ঘনিষ্ঠ মুহূর্তেও ভাইরাল হয়েছে এমবাপে ও ইনেস রাউয়ের ছবি। তবে শোনা যাচ্ছে ট্রান্স মডেলের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন এমবাপে। ফরাসী তারকার মনে এখন শুধুই 'গোলাপ'।
তাদের দুজনকে একঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। ঘনিষ্ঠ মুহূর্তেও ভাইরাল হয়েছে এমবাপে ও ইনেস রাউয়ের ছবি। তবে শোনা যাচ্ছে ট্রান্স মডেলের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন এমবাপে। ফরাসী তারকার মনে এখন শুধুই 'গোলাপ'।
advertisement
3/6
শোনা যাচ্ছে এমবাপে এখন প্রেমে মজেছেন আরও এক মডেলের। যার নাম রোজ বারটাম। অর্থাৎ ফরাসী স্ট্রাইকারের জীবনে এখন 'গোলাপ' বসন্ত। দুজন চুটিয়ে প্রেম করছেন বলে জল্পনা শোনা যাচ্ছে ফুটবল বিশ্বে।
শোনা যাচ্ছে এমবাপে এখন প্রেমে মজেছেন আরও এক মডেলের। যার নাম রোজ বারটাম। অর্থাৎ ফরাসী স্ট্রাইকারের জীবনে এখন 'গোলাপ' বসন্ত। দুজন চুটিয়ে প্রেম করছেন বলে জল্পনা শোনা যাচ্ছে ফুটবল বিশ্বে।
advertisement
4/6
রোজ বারটামের জন্ম বেলজিয়ামে হলেও তিনি ফ্রান্সের বাসিন্দা। বর্তমানে তার বয়স ২৭। প্যারিসে নান নামী দামি ব্র্যান্ডের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন রোজ বারটাম। যথেষ্ট খ্যাতিও রয়েছে তার।
রোজ বারটামের জন্ম বেলজিয়ামে হলেও তিনি ফ্রান্সের বাসিন্দা। বর্তমানে তার বয়স ২৭। প্যারিসে নান নামী দামি ব্র্যান্ডের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন রোজ বারটাম। যথেষ্ট খ্যাতিও রয়েছে তার।
advertisement
5/6
সোশ্যাল মিডিয়াতেও বেশসক্রিয় রোজ বারটাম। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও যথেষ্ট ভালো। ঘনঘন নিজের ছবিও আপলোড করে থাকেন তিনি। একাধিক হট পোজেও ছবি শেয়ার করে থাকেন তিনি। যাতার ফ্যানেরে খুবই পছন্দ করেন।
সোশ্যাল মিডিয়াতেও বেশসক্রিয় রোজ বারটাম। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও যথেষ্ট ভালো। ঘনঘন নিজের ছবিও আপলোড করে থাকেন তিনি। একাধিক হট পোজেও ছবি শেয়ার করে থাকেন তিনি। যাতার ফ্যানেরে খুবই পছন্দ করেন।
advertisement
6/6
শোনা যাচ্ছে ফাইনালে ফ্রান্স দল ও এমবাপে সমর্থন করতে কাতারে চলে এসেছেন রোজ বারটাম। তবে এমবাপে ও রোজের প্রেম নিয়ে গুঞ্জন চললেও তারা নিজের এখনও এই বিষয়ে কোনও মুখ খোলেননি।
শোনা যাচ্ছে ফাইনালে ফ্রান্স দল ও এমবাপে সমর্থন করতে কাতারে চলে এসেছেন রোজ বারটাম। তবে এমবাপে ও রোজের প্রেম নিয়ে গুঞ্জন চললেও তারা নিজের এখনও এই বিষয়ে কোনও মুখ খোলেননি।
advertisement
advertisement
advertisement