Shahbaz Ahmed: কেকেআর ফিরে তাকায়নি, সেই বাংলার ক্রিকেটারের প্রশংসা খোদ ফাফ ডুপ্লেসির মুখে!

Last Updated:
Shahbaz Ahmed: বাংলার ক্রিকেটার। তাই ফিরে তাকায়নি কেকেআর! বাংলার এই ক্রিকেটারই আইপিএলে দাপাচ্ছেন।
1/5
বাংলার ক্রিকেটারদের দিকে নজর পড়ে না কেকেআর কর্তাদের। অথচ বাংলার ক্রিকেটাররা আইপিএলে অন্য দলের হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করছেন।
বাংলার ক্রিকেটারদের দিকে নজর পড়ে না কেকেআর কর্তাদের। অথচ বাংলার ক্রিকেটাররা আইপিএলে অন্য দলের হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করছেন।
advertisement
2/5
মঙ্গলবার রাজস্যান রয়্যালসের বিরুদ্ধে ৫ বল বাকি থাকতেই জিতেছিল আরসিবি। বিরাট কোহলিদের দলের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুজনের একজন বাংলার শাহবাজ আহমেদ। আরেকজন কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক।
মঙ্গলবার রাজস্যান রয়্যালসের বিরুদ্ধে ৫ বল বাকি থাকতেই জিতেছিল আরসিবি। বিরাট কোহলিদের দলের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুজনের একজন বাংলার শাহবাজ আহমেদ। আরেকজন কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক।
advertisement
3/5
বাংলার হয়ে খেলা শাহবাজ আহমেদ এদিন রাজস্থানের বিরুদ্ধে২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ রান করেন। তার পরই শাহবাজের প্রশংসা করেন আরসিবি অধিনায়ক।
বাংলার হয়ে খেলা শাহবাজ আহমেদ এদিন রাজস্থানের বিরুদ্ধে২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ রান করেন। তার পরই শাহবাজের প্রশংসা করেন আরসিবি অধিনায়ক।
advertisement
4/5
ফাফ এদিন বলেন, রোগা বলে অনেকে ভেবেছিল, শাহবাজ লম্বা ছক্কা মারতে পারবে না। ও সবাইকে ভুল প্রমাণিত করেছে। শাহবাজ বোলার ও ব্যাটার হিসেবে দুর্দান্ত। কিছু ক্ষেত্রে ও ব্যাটার হিসেবে বেশি নাম করবে হয়তো।
ফাফ এদিন বলেন, রোগা বলে অনেকে ভেবেছিল, শাহবাজ লম্বা ছক্কা মারতে পারবে না। ও সবাইকে ভুল প্রমাণিত করেছে। শাহবাজ বোলার ও ব্যাটার হিসেবে দুর্দান্ত। কিছু ক্ষেত্রে ও ব্যাটার হিসেবে বেশি নাম করবে হয়তো।
advertisement
5/5
শাহবাজ ছাড়া দীনেশ কার্তিকেরও প্রশংসা করলেন ফাফ। আরসিবি অধিনায়ক জানিয়েছেন, এদিন গেমচেঞ্জার হিসেবে খেলেন কার্তিক।
শাহবাজ ছাড়া দীনেশ কার্তিকেরও প্রশংসা করলেন ফাফ। আরসিবি অধিনায়ক জানিয়েছেন, এদিন গেমচেঞ্জার হিসেবে খেলেন কার্তিক।
advertisement
advertisement
advertisement