লাল-হলুদ মশালের আগুনে পুড়ে ছারখার এয়ারফোর্স! ৬ গোল দিয়ে ডুরান্ডের কোয়ার্টারে ইস্টবেঙ্গল

Last Updated:
East Bengal Beat Indian Air Force By 6-1 Goals: রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত জয় পেল ইস্টবেঙ্গল। এয়ারফোর্সকে ৬-১ ব্যবধানে হারিয়ে ছন্দে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠল অস্কার ব্রুজোর ছেলেরা।
1/5
রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত জয় পেল ইস্টবেঙ্গল। এয়ারফোর্সকে ৬-১ ব্যবধানে হারিয়ে ছন্দে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠল অস্কার ব্রুজোর ছেলেরা। (Photo Courtesy- East Bengal X)
রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত জয় পেল ইস্টবেঙ্গল। এয়ারফোর্সকে ৬-১ ব্যবধানে হারিয়ে ছন্দে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠল অস্কার ব্রুজোর ছেলেরা। (Photo Courtesy- East Bengal X)
advertisement
2/5
খেলার দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল লাল-হলুদ শিবির। একাধিক কর্নার থেকে আক্রমণ শানালেও এয়ারফোর্স গোলকিপার শিবিন রাজ প্রথম দিকে দুরন্ত সেভ করেন।  (Photo Courtesy- East Bengal X)
খেলার দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল লাল-হলুদ শিবির। একাধিক কর্নার থেকে আক্রমণ শানালেও এয়ারফোর্স গোলকিপার শিবিন রাজ প্রথম দিকে দুরন্ত সেভ করেন। (Photo Courtesy- East Bengal X)
advertisement
3/5
তবে ৬ মিনিটে হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপরও একাধিক সুযোগ নষ্ট হলেও বিপিন সিংয়ের চমৎকার গোলে ব্যবধান বাড়ে। প্রথমার্ধে স্কোরলাইন দাঁড়ায় ২-১।  (Photo Courtesy- East Bengal X)
তবে ৬ মিনিটে হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপরও একাধিক সুযোগ নষ্ট হলেও বিপিন সিংয়ের চমৎকার গোলে ব্যবধান বাড়ে। প্রথমার্ধে স্কোরলাইন দাঁড়ায় ২-১। (Photo Courtesy- East Bengal X)
advertisement
4/5
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় লাল-হলুদ ব্রিগেদ। আনোয়ার আলি, বাসিম রশিদ, ক্রেসপো ও ডেভিডের গোল ম্যাচকে একপেশে করে দেয়। অসংখ্য সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত।  (Photo Courtesy- East Bengal X)
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় লাল-হলুদ ব্রিগেদ। আনোয়ার আলি, বাসিম রশিদ, ক্রেসপো ও ডেভিডের গোল ম্যাচকে একপেশে করে দেয়। অসংখ্য সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত। (Photo Courtesy- East Bengal X)
advertisement
5/5
এয়ারফোর্সকে হারিয়ে শুধু জয়ের হ্যাটট্রিক নয়,  গ্রুপ পর্বে মোট ১২ গোল করল ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর দল এখন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিতে পারবে।  (Photo Courtesy- East Bengal X)
এয়ারফোর্সকে হারিয়ে শুধু জয়ের হ্যাটট্রিক নয়, গ্রুপ পর্বে মোট ১২ গোল করল ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর দল এখন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিতে পারবে। (Photo Courtesy- East Bengal X)
advertisement
advertisement
advertisement