জন্নতুল ফিরদৌস পিয়া: বাংলাদেশের মেয়ে জন্নতুল ফিরদৌস পিয়া বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন ৷ দীর্ঘদিন ধরে মডেলিংও করে আসছেন পিয়া ৷ শুধু তাই নয়, বহু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে ৷ এবার পিয়া লন্ডনে উড়ে যাচ্ছেন বাংলাদেশ টিভি ও গাজা টিভির জন্য ওয়ার্ল্ড কাপ কভার করতে ৷