Controversy In Mohun Bagan Win: লেগে রইল হ্যান্ডবল-পেনাল্টি বিতর্ক, আত্মঘাতী গোল, তবুও ইতিহাস বাগানের

Last Updated:
History By Mohun Bagan: ডবলের দুরন্ত নজির কিন্তু নিন্দুকরা যে দিকে আঙুল তুলছে, বাগানের জয়ে যে ক্ষত রইল...
1/6
: দ্বিমুকুট জয় মোহনবাগানের৷ বেঙ্গালুরু এফসিকে আইএসএল ফাইনালে এক্সট্রা টাইমে ২-১ গোলে জিতল সবুজ-মেরুণ শিবির৷ লিগ শিল্ড জয়ের পর আইএসএল ট্রফি জিতে ইতিহাস বাগানের৷ তবে এদিনের জয়ে দু একটি বিতর্ক উঠল সেটা এড়াতে পারলে ট্রফির ঔজ্জ্বল্য নিঃসন্দেহে আরও অনেক বাড়ত৷ Photo Courtesy- X Account 
: দ্বিমুকুট জয় মোহনবাগানের৷ বেঙ্গালুরু এফসিকে আইএসএল ফাইনালে এক্সট্রা টাইমে ২-১ গোলে জিতল সবুজ-মেরুণ শিবির৷ লিগ শিল্ড জয়ের পর আইএসএল ট্রফি জিতে ইতিহাস বাগানের৷ তবে এদিনের জয়ে দু একটি বিতর্ক উঠল সেটা এড়াতে পারলে ট্রফির ঔজ্জ্বল্য নিঃসন্দেহে আরও অনেক বাড়ত৷ Photo Courtesy- X Account
advertisement
2/6
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও একটি হ্যান্ডবলের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ বেঙ্গালুরুর উইলিয়ামসের শট মোহনবাগানের শুভাশিসের হাতে লেগেছে বলে মনে হয়৷ রেফারি অবশ্য খেলা চালিয়ে যান৷ Photo Courtesy- X Account 
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও একটি হ্যান্ডবলের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ বেঙ্গালুরুর উইলিয়ামসের শট মোহনবাগানের শুভাশিসের হাতে লেগেছে বলে মনে হয়৷ রেফারি অবশ্য খেলা চালিয়ে যান৷ Photo Courtesy- X Account
advertisement
3/6
কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়৷ বেঙ্গালুরু সমর্থকদের মনে খোঁচা দিচ্ছে৷ এদিকে মোহনবাগান যে পরিস্থিতিতে পেনাল্টি পায় সেটায় কেন পেনাল্টি দেওয়া হল সেটা নিয়েও তারা তুলেছে প্রশ্ন৷ Photo Courtesy- X Account
কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়৷ বেঙ্গালুরু সমর্থকদের মনে খোঁচা দিচ্ছে৷ এদিকে মোহনবাগান যে পরিস্থিতিতে পেনাল্টি পায় সেটায় কেন পেনাল্টি দেওয়া হল সেটা নিয়েও তারা তুলেছে প্রশ্ন৷ Photo Courtesy- X Account
advertisement
4/6
এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে কিন্তু তা অবশ্য ম্যাচের ধারাকে প্রভাবিত করতে পারেনি৷ Photo Courtesy- X Account
এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে কিন্তু তা অবশ্য ম্যাচের ধারাকে প্রভাবিত করতে পারেনি৷ Photo Courtesy- X Account
advertisement
5/6
এদিকে ৪৯ মিনিটে বাগানের নিজেদের ভুলের মাশুলেই পিছিয়ে যায় মোহনবাগান৷ বাগান ডিফেন্সের বড় ভরসা অ্যালবের্তো রডরিগেজ নিজেই বল নিজেদের জালে জড়িয়ে দেন৷
এদিকে ৪৯ মিনিটে বাগানের নিজেদের ভুলের মাশুলেই পিছিয়ে যায় মোহনবাগান৷ বাগান ডিফেন্সের বড় ভরসা অ্যালবের্তো রডরিগেজ নিজেই বল নিজেদের জালে জড়িয়ে দেন৷
advertisement
6/6
তবুও ঠান্ডা মাথায় কামিংস ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান৷ অন্যদিকে এক্সট্রা টাইমে ম্যাকলারেন ৯৬ মিনিটে সবুজ মেরুণের হয়ে জয়সূচক গোলটি করে মোহনবাগানের ডবল নিশ্চিত করেন৷
তবুও ঠান্ডা মাথায় কামিংস ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান৷ অন্যদিকে এক্সট্রা টাইমে ম্যাকলারেন ৯৬ মিনিটে সবুজ মেরুণের হয়ে জয়সূচক গোলটি করে মোহনবাগানের ডবল নিশ্চিত করেন৷
advertisement
advertisement
advertisement