মিলল না সরকারি সাহায্য তাই ১৯ বছরেই প্রতিভাবান সন্তানকে হারাতে হল, আক্ষেপ প্যারাসুইমারের বাবা-র

Last Updated:
দেশেকে একাধিক সম্মান এনে দিয়েছিলেন, অকালে ঝরে গেল ফুল...
1/4
#নয়াদিল্লি: মাত্র ১৯ বছরেই চলে গেল তিনবারের জাতীয় চ্যাম্পিয়ান সাঁতারু ও ইন্ডিয়ার বেস্ট প্যারাসুইমার এওয়ার্ড। এই অসময়ের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক | হাওড়ার কৃতী প্যারা সুইমার অমর্ত্য চক্রবর্তীর মৃত্যুতে উঠছে প্রশ্ন। পরিবার অভিযোগ, ২০২১ সালে মেরুদন্ডে AVM(Aurtary Venam Mal Formation) রোগে আক্রান্ত হয় অমর্ত্য। দিল্লির হাসপাতালে অস্ত্রোপচার হয়।
#নয়াদিল্লি: মাত্র ১৯ বছরেই চলে গেল তিনবারের জাতীয় চ্যাম্পিয়ান সাঁতারু ও ইন্ডিয়ার বেস্ট প্যারাসুইমার এওয়ার্ড। এই অসময়ের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক | হাওড়ার কৃতী প্যারা সুইমার অমর্ত্য চক্রবর্তীর মৃত্যুতে উঠছে প্রশ্ন। পরিবার অভিযোগ, ২০২১ সালে মেরুদন্ডে AVM(Aurtary Venam Mal Formation) রোগে আক্রান্ত হয় অমর্ত্য। দিল্লির হাসপাতালে অস্ত্রোপচার হয়।
advertisement
2/4
তারপর কয়েকদিন সুস্থ থাকলেও ফের শারীরিক  অবস্থার অবনতি হতে থাকে। ফের হাসপাতালে ভর্তি করতে হয়। অর্থের অভাবে চেন্নাই বা দিল্লির এইমসে ভর্তির পরামর্শ দিলেও টাকার অভাবে তা করা সম্ভব হয়নি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  অমর্ত্যর বাবার অভিযোগ, ছেলের চিকিৎসার জন্য বারবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েও কোনও সাহায্য পাওয়া যায়নি। ছেলেকে বাঁচাতে ঋণের বোঝা থেকে কিভাবে মুক্তি পাবে পরিবার, তা নিয়ে অনিশ্চয়তায় গোটা পরিবারে।
তারপর কয়েকদিন সুস্থ থাকলেও ফের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফের হাসপাতালে ভর্তি করতে হয়। অর্থের অভাবে চেন্নাই বা দিল্লির এইমসে ভর্তির পরামর্শ দিলেও টাকার অভাবে তা করা সম্ভব হয়নি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অমর্ত্যর বাবার অভিযোগ, ছেলের চিকিৎসার জন্য বারবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েও কোনও সাহায্য পাওয়া যায়নি। ছেলেকে বাঁচাতে ঋণের বোঝা থেকে কিভাবে মুক্তি পাবে পরিবার, তা নিয়ে অনিশ্চয়তায় গোটা পরিবারে।
advertisement
3/4
বারবার হাসপাতাল থেকে বলা হয়েছিল ক‍্যালিফোর্নিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসার জন্য। কিন্তু অর্থের অভাবে গত ২০ এপ্রিলে মৃত্যু হয় অমর্ত্যের। মৃত প্যারাসুইমারের বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করে।
বারবার হাসপাতাল থেকে বলা হয়েছিল ক‍্যালিফোর্নিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসার জন্য। কিন্তু অর্থের অভাবে গত ২০ এপ্রিলে মৃত্যু হয় অমর্ত্যের। মৃত প্যারাসুইমারের বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করে।
advertisement
4/4
ছেলের কফিন বন্দি দেহ আনার টাকা ছিল না বাবা মায়ের। বন্ধু থেকে কোচ ও অন্যান্য সাঁতারুরা চিকিৎসার সময় অর্থের সাহায্য করলেও সরকারি কোনও সাহায্য না পাওয়ায় আজ তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হল। আর কোনোদিন অমর্ত্য কে জলে দেখা যাবে না। Input- Rana Karmakar
ছেলের কফিন বন্দি দেহ আনার টাকা ছিল না বাবা মায়ের। বন্ধু থেকে কোচ ও অন্যান্য সাঁতারুরা চিকিৎসার সময় অর্থের সাহায্য করলেও সরকারি কোনও সাহায্য না পাওয়ায় আজ তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হল। আর কোনোদিন অমর্ত্য কে জলে দেখা যাবে না। Input- Rana Karmakar
advertisement
advertisement
advertisement