Home » Photo » sports » Arun Lal Wedding: বুলবুলের সঙ্গে রেজিস্ট্রি সারলেন বছর ৬৬-র অরুণ লাল, দেখুন বিয়ের অ্যালবামের ছবি
Arun Lal Wedding: বুলবুলের সঙ্গে রেজিস্ট্রি সারলেন বছর ৬৬-র অরুণ লাল, দেখুন বিয়ের অ্যালবামের ছবি
Arun Lal Wedding: দু’জনের নাম লেখা বিশেষ কেক তৈরি হয় ৷ এদিনের অনুষ্ঠানে দু’জনেই সাদা রঙের পোশাক পরেছিলেন ৷ লাল গোলাপের মালায় দেখা যায় পাত্র-পাত্রীকে ৷
আজ, সোমবার সাত পাকে বাঁধা পড়ছেন ছেষট্টির অরুণ লাল ৷ পাত্রী ৩৭ বছরের ইংরেজি শিক্ষিকা বুলবুল সাহা ৷ তার আগে রবিবার ঘরোয়া অনুষ্ঠান আইনত ভাবে বিয়ে সারলেন লালজী ৷ Story: Eeron Roy Barman
2/ 6
ডেরেক ও’ব্রায়েন, সাবা করিম-সহ অরুণ লালের ঘনিষ্ঠ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ৷ আংটি বদল থেকে মালা বদল কেক কেটে আয়োজিত হয় অনুষ্ঠান ৷
3/ 6
দু’জনের নাম লেখা বিশেষ কেক তৈরি হয় ৷ এদিনের অনুষ্ঠানে দু’জনেই সাদা রঙের পোশাক পরেছিলেন ৷ লাল গোলাপের মালায় দেখা যায় পাত্র-পাত্রীকে ৷
4/ 6
আজ ধর্মতলার এক পাঁচতারা হোটেলে সামাজিক বিয়ের অনুষ্ঠানের রিসেপশন ৷ উপস্থিতি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাংলা দলের ক্রিকেটাররাও যোগ দেবেন অনুষ্ঠানে ৷
5/ 6
অরুণ লালের বিশেষ বন্ধু হিসেবে আমন্ত্রিত রয়েছেন রবি শাস্ত্রী ৷ বিয়ের আমন্ত্রিতদের জন্য থাকছে এলাহি ভোজের ব্যবস্থা ৷
6/ 6
খবর অনুযায়ী চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই, মটন কষা, ছানার প্রিপারেশন, আম দই থাকছে বিয়ের মেনুতে ৷