লিওনেল মেসির জন্য আমায় ছেড়ে গিয়েছে, তাই দুঃখ কম: আন্তোনেলার প্রাক্তন প্রেমিক

Last Updated:
বাল্যপ্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোকেই বিয়ে করেছেন মেসি। সে কথা তো সকলেরই জানা। কিন্তু ৯ বছর বয়স থেকেই যে মেসি তাঁর সঙ্গেই রয়েছেন, তা নয়।
1/9
আজ তিনি বিশ্বজয়ী। আজ তাঁর হাতে বিশ্বকাপ। তাঁর নিজের দেশ-সহ গোটা বিশ্ব মেতেছে উৎসবে। তিনি কিং লিও তথা লিওনেল মেসি। কিন্তু তাঁর ব্যক্তিজীবনে কোন কোন রহস্য রয়েছে, যা আজও অনেকের অজানা?
আজ তিনি বিশ্বজয়ী। আজ তাঁর হাতে বিশ্বকাপ। তাঁর নিজের দেশ-সহ গোটা বিশ্ব মেতেছে উৎসবে। তিনি কিং লিও তথা লিওনেল মেসি। কিন্তু তাঁর ব্যক্তিজীবনে কোন কোন রহস্য রয়েছে, যা আজও অনেকের অজানা?
advertisement
2/9
তেমনই এক গল্প শোনা যাক। বাল্যপ্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোকেই বিয়ে করেছেন মেসি। সে কথা তো সকলেরই জানা। কিন্তু ৯ বছর বয়স থেকেই যে মেসি তাঁর সঙ্গেই রয়েছেন, তা নয়। মাঝে বিচ্ছেদ ঘটেছিল বলে শোনা যায়।
তেমনই এক গল্প শোনা যাক। বাল্যপ্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোকেই বিয়ে করেছেন মেসি। সে কথা তো সকলেরই জানা। কিন্তু ৯ বছর বয়স থেকেই যে মেসি তাঁর সঙ্গেই রয়েছেন, তা নয়। মাঝে বিচ্ছেদ ঘটেছিল বলে শোনা যায়।
advertisement
3/9
কিন্তু সে বিচ্ছেদে কারও হাত ছিল না। দেশ বদলে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যুগল। আর্জেন্টিনার রোজারিওতে মেসির সঙ্গে প্রথম দেখা আন্তোনেলার। মেসির বন্ধুর বোন। মেসি গিয়েছিলেন তাঁর বন্ধু লুকাস স্ক্যাগিলার বাড়িতে। সেখানেই আলাপ স্ক্যাগিলার তুতো বোন আন্তোনেলার সঙ্গে।
কিন্তু সে বিচ্ছেদে কারও হাত ছিল না। দেশ বদলে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যুগল। আর্জেন্টিনার রোজারিওতে মেসির সঙ্গে প্রথম দেখা আন্তোনেলার। মেসির বন্ধুর বোন। মেসি গিয়েছিলেন তাঁর বন্ধু লুকাস স্ক্যাগিলার বাড়িতে। সেখানেই আলাপ স্ক্যাগিলার তুতো বোন আন্তোনেলার সঙ্গে।
advertisement
4/9
মেসি তখন ৯ বছরের বালক। আন্তোনেলার বয়স ৮ বছর। স্ক্যাগিলার বাড়িতে জমে উঠল তিন জনের খেলার আসর। মেসি নিজেই জানিয়েছিলেন তিনি শৈশবে বেশ লাজুক ছিলেন। কিন্তু আন্তোনেলাকে যে ভাল লেগেছিল, সে কথা বেশ বুঝেছিলেন।
মেসি তখন ৯ বছরের বালক। আন্তোনেলার বয়স ৮ বছর। স্ক্যাগিলার বাড়িতে জমে উঠল তিন জনের খেলার আসর। মেসি নিজেই জানিয়েছিলেন তিনি শৈশবে বেশ লাজুক ছিলেন। কিন্তু আন্তোনেলাকে যে ভাল লেগেছিল, সে কথা বেশ বুঝেছিলেন।
advertisement
5/9
কিন্তু অনূর্ধ্ব ১৪ স্তরে ফুটবল খেলার জন্য মেসি ও পরিবারের বাকি সদস্যকে নিয়ে স্পেনে পাড়ি দেন মেসির বাবা। আন্তোনেলা থাকেন আর্জেন্তিনার রোজারিওতে। এই সময়েই দু’জনে একে অন্যের প্রতি মনের টান অনুভব করেন। কিন্তু কোনও উপায় ছিল না দূরত্ব মেটানোর।
কিন্তু অনূর্ধ্ব ১৪ স্তরে ফুটবল খেলার জন্য মেসি ও পরিবারের বাকি সদস্যকে নিয়ে স্পেনে পাড়ি দেন মেসির বাবা। আন্তোনেলা থাকেন আর্জেন্তিনার রোজারিওতে। এই সময়েই দু’জনে একে অন্যের প্রতি মনের টান অনুভব করেন। কিন্তু কোনও উপায় ছিল না দূরত্ব মেটানোর।
advertisement
6/9
আর সেই দূরত্বের সময়েই আর এক ব্যক্তির সঙ্গে প্রেম হয় আন্তোনেলার। কিন্তু সে প্রেমে ছেদ পড়ে। আর তার কারণ আন্তোনেলা একদিনের জন্যেও মেসিকে ভুলতে পারেননি। তাই যেদিনই তিনি জানতে পারেন, মেসি আবার দেশে ফিরছেন, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করেন আন্তোনেলা।
আর সেই দূরত্বের সময়েই আর এক ব্যক্তির সঙ্গে প্রেম হয় আন্তোনেলার। কিন্তু সে প্রেমে ছেদ পড়ে। আর তার কারণ আন্তোনেলা একদিনের জন্যেও মেসিকে ভুলতে পারেননি। তাই যেদিনই তিনি জানতে পারেন, মেসি আবার দেশে ফিরছেন, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করেন আন্তোনেলা।
advertisement
7/9
তার পর থেকেই তাঁরা একসঙ্গে। আলাদা হতে পারেননি আর। ২০১৭ সালের ৩০ জুন বিয়ে করেন লিও এবং আন্তোনেলা। আর সেই সময়েই লিও-পত্নীর এক বন্ধুর সূত্রে জানা যায়, আন্তোনেলা আর একটি সম্পর্কে জড়িয়েছিলেন।
তার পর থেকেই তাঁরা একসঙ্গে। আলাদা হতে পারেননি আর। ২০১৭ সালের ৩০ জুন বিয়ে করেন লিও এবং আন্তোনেলা। আর সেই সময়েই লিও-পত্নীর এক বন্ধুর সূত্রে জানা যায়, আন্তোনেলা আর একটি সম্পর্কে জড়িয়েছিলেন।
advertisement
8/9
সেই প্রেমিক নাকি বলেছিলেন, "ও আমাকে ছেড়ে চলে গিয়েছে ঠিকই। কিন্তু একটা কথা ভেবে কষ্ট কম হয়, যে সে মানুষের জন্য নয়, লিও মেসির জন্য আমাকে ছেড়ে গিয়েছে আন্তোনেলা।"
সেই প্রেমিক নাকি বলেছিলেন, "ও আমাকে ছেড়ে চলে গিয়েছে ঠিকই। কিন্তু একটা কথা ভেবে কষ্ট কম হয়, যে সে মানুষের জন্য নয়, লিও মেসির জন্য আমাকে ছেড়ে গিয়েছে আন্তোনেলা।"
advertisement
9/9
মেসির ম্যাজিক যে কেবল মাঠে আবদ্ধ নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও সেই প্রভাব গুরুত্বের, তা স্পষ্ট হয় এই গল্পে। যদিও লিও বা আন্তোনেলা, কেউই এই খবরে শিলমোহর দেননি।
মেসির ম্যাজিক যে কেবল মাঠে আবদ্ধ নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও সেই প্রভাব গুরুত্বের, তা স্পষ্ট হয় এই গল্পে। যদিও লিও বা আন্তোনেলা, কেউই এই খবরে শিলমোহর দেননি।
advertisement
advertisement
advertisement