Ajit Agarkar Salary: এক লাফে ৩০০ শতাংশ মাইনে বাড়ল! কী এমন করলেন আগরকর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ajit Agarkar Salary: তাই একলাফে এক কোটি বিসিসিআই চেয়ারম্যান পদের ফি বার্ষিক ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করতে রাজি হয়ে গেছে৷
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের জন্য প্রধান নির্বাচক বেছে নিয়েছে৷ অজিত আগরকরকে নির্বাচক কমিটির চেয়ারম্যান নিযুক্ত করে বিসিসিআই প্রতি জোন থেকে একজন করে প্রতিনিধি রাখার নিয়ম ভেঙেছে। আগরকর, যিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন, তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার পর ফের ভারতীয় দলের সঙ্গে নাম জড়ালেন। একটি সূত্রের খবর অনুসারে এর আগে এই পদের জন্য আবেদন করলেও পদটি নিতে রাজি ছিলেন না এবারে, তবে তাকে রাজি করানো হয়েছিল। এর পেছনে ২টি বড় কারণ ছিল।
advertisement
আসলে, আগরকার আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের কোচ ছিলেন। নির্বাচন কমিটিতে প্রধান নির্বাচক হয়ে এলে তাঁর স্যালারি কমে যেত, পাশাপাশি তিনি অন্য কোনওরকম আয়ের সূত্র থেকে আয়ও করতে পারবেন না৷ এর আগে তিনি একজন ধারাভাষ্যকার এবং কোচ হিসেবে কাজ করবেন৷ এর আগে অবধি প্রধান নির্বাচকের বর্তমান বার্ষিক বেতন ছিল মাত্র ১ কোটি টাকা৷
advertisement
এই পরিস্থিতিতে, টিম ইন্ডিয়ার সিনিয়র দলের প্রধান নির্বাচক হলে অজিত আগরকরকে আর্থিকভাবে অনেকটা বড় ক্ষতির সম্মুখীন হতে হত৷ Cricbuzz-এ প্রকাশিত খবর অনুযায়ি এই মুম্বইকরকে তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং তাঁর তারকা স্ট্যাটাসের কারণে নির্বাচক কমিটির প্রধান হিসাবে উপযুক্ত ধরে ভারতীয় বোর্ড। পাশাপাশি বিসিসিআই একজন তরুণ নির্বাচক খুঁজছিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি তিনি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন৷
advertisement
advertisement
advertisement