Yellow Alert For Rain: সপ্তাহান্তের মিষ্টি ওয়েদারে ফুলস্টপ, জেলায়-জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, তবে দিনের বেলায় ঘুরবে খেলা, গায়ে জ্বালা ধরাবে সূর্য-সঙ্গী আর্দ্রতা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Yellow Alert For Rain: জেলায় জেলায় কালবৈশাখীর হলুদ সর্তকতা, সপ্তাহের প্রথম ভাগে দিঘা সহ রাজ্যের উপকূলবর্তী জেলা এবং অন্যান্য জেলায়, বজ্র-বিদ্যুৎ-বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
দিঘা: সপ্তাহের প্রথম ভাগে দিঘা সহ রাজ্যের উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অন্যান্য জেলায়, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টের জানা যায় আবহাওয়া বদলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। ৫ মে থেকে ৭ মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা বা ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ শতাংশ। বুধবার পর্যন্ত কালবৈশাখীর দুর্যোগের হলুদ সর্তকতা জেলায়। বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়া বদল। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। Photo- Representative Input- Saikat Shee
