কেন সুতপা কে বিয়ে করেছে দীপঙ্কর, এই নিয়ে বচসা থেকে মারপিট হয়। গ্রামবাসীরা এসে আহতদের আকুনি প্রাথমিক হাসপাতাল এ ভর্তি করা হয়। ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ এসে দুজন কে গ্রেফতার করে।গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেয়ে প্রথম পক্ষের স্বামী নিতাই ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। Photo- Representative- Input-Rana Karmakar