West Bengal Weather Update: আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা, ভারী বৃষ্টি কবে থেকে? জেনে নিন

Last Updated:
আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ‍্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর। এর জেরে আপাতত সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে।
1/7
প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই রয়েছে। আজ, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ আরও বাড়বে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই রয়েছে। আজ, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ আরও বাড়বে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/7
বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।
বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।
advertisement
3/7
আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ‍্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর। এর জেরে আপাতত সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। আজ, মঙ্গলবার থেকে সপ্তাহের প্রায় প্রতিদিনই দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বুধবার থেকে দুর্যোগের প্রকোপ বাড়বে। আগামিকাল, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।
আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ‍্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর। এর জেরে আপাতত সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। আজ, মঙ্গলবার থেকে সপ্তাহের প্রায় প্রতিদিনই দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বুধবার থেকে দুর্যোগের প্রকোপ বাড়বে। আগামিকাল, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।
advertisement
4/7
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য আলাদা করে সতর্কতা জারি না হলেও কমবেশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি। পাশাপাশি, আজই বঙ্গোপসাগরে দানা বাধতে পারে নিম্নচাপ। এর জেরে আপাতত কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে। সেই মতো সুন্দরবনের উপকূল জুড়ে আসন্ন দুর্যোগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন।
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য আলাদা করে সতর্কতা জারি না হলেও কমবেশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি। পাশাপাশি, আজই বঙ্গোপসাগরে দানা বাধতে পারে নিম্নচাপ। এর জেরে আপাতত কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে। সেই মতো সুন্দরবনের উপকূল জুড়ে আসন্ন দুর্যোগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন।
advertisement
5/7
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা ২৮ মে বুধবার থেকে। ২৯ মে বৃহস্পতিবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা ২৮ মে বুধবার থেকে। ২৯ মে বৃহস্পতিবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
6/7
কলকাতায় মূলত মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। বৃষ্টি না হলে জলীয় বাষ্পের কারণে অবশ্য অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ২৮ মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। বৃষ্টি না হলে জলীয় বাষ্পের কারণে অবশ্য অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ২৮ মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
advertisement
7/7
আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement