রাজ্যে আজ থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছে আলিপুর। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে হাঁসফাস অবস্থা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি একেবারেই। তবে আজ থেকে আবহাওয়ায় রদবদলের সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি
শনিবার অপেক্ষাকৃত মেঘলা আকাশ থাকলেও আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি (West Bengal Weather Forecast)শুরু হতে পারে দক্ষিণের উপকূলের জেলাগুলোতে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত (West Bengal Weather Forecast) চলবে । এছাড়াও মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অন্যদিকে আজ দু-এক ঘণ্টার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও কালিম্পঙে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ।