South Bengal Weather: ঘন কালো আকাশ, সাদা হয়ে যাচ্ছে মাঠ-ঘাট, মুষলধারা বৃষ্টিতে বিরাট ক্ষতির আশঙ্কা, কী হবে দক্ষিণবঙ্গে?
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
স্বাভাবিকভাবে যখন এই মরশুমে ব্যাপক ধান চাষ করে চাষিরা কিছুটা আশার আলো দেখেছিলেন সেখানে সব আশা কার্যত হতাশায় পরিণত করেছে এই কালবৈশাখীর বৃষ্টি।
গ্রীষ্মকাল এখনও শুরু হয়নি। সবে বসন্ত চলছে। তবে এই বসন্তের পাতা ঝরা মরশুমে বেশ কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গায় কালবৈশাখীর দাপট। শুধু কালবৈশাখীর ঝড় কিংবা বৃষ্টি নয় সঙ্গে শিলাবৃষ্টিও। কখনও চন্দ্রকোনা, কখনও খড়গপুর, কখনও আবার দাঁতনের বিস্তীর্ণ এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা চাষে। যে চাষই ভরসা সাধারণ মানুষের বার্ষিক রুটি রুজির, সেই চাষ কার্যত নষ্ট করে দিয়েছে বেশ কিছুক্ষণের শিলাবৃষ্টি। (রঞ্জন চন্দ)
advertisement
প্রসঙ্গত চলতি মরশুমে, সাধারণ কৃষকেরা ব্যাপক ধান চাষ করেছেন। বিস্তীর্ণ এলাকায় হয়েছে এই চাষ। তবে শুক্রবার বিকেলে দাঁতন থানার একাধিক জায়গায় শিলাবৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা ধান চাষের জমি। বড় বড় বরফের টুকরোর দাপটে ভেঙ্গে গিয়েছে ধানের চারা গাছ। স্বাভাবিকভাবে এই মরশুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। যদিও সেই ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা সম্ভব হয়নি।
advertisement
হাওয়া অফিসের পূর্বাভাস মতই শুক্রবার দুপুর থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বিকেল গড়াতে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতনের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টিও হয়। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
advertisement
advertisement
advertisement
advertisement







