Valentine's Day : রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, বাগানের গোলাপ ডালায় সাজিয়ে বাড়তি লাভের আশায় ফুলচাষিরা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Valentine's Day : শীতকালীন ফুল চাষের মধ্যে ফুলের রানি গোলাপ যেন ভালবাসার কথাই মনে করায়। ভালবাসার পাত্র পাত্রীরা একে অপরের হাতে গোলাপ তুলে দিয়ে আনন্দ বিনিময়ে মেতে ওঠেন
advertisement
advertisement
advertisement
advertisement
সেই সময় চাষিদের মুখে খুশির হাসি দেখা যায়। কারণ অন্যান্য দিনে বিক্রি করে যে দাম পান তাঁরা, তার থেকে এই সময়ে বেশি দামে বিক্রি করে লাভের মুখ দেখতে পান চাষিরা। সারা বছর গোলাপ ২ থেকে ৩ টাকা প্রতি পিস বিক্রি করলেও ভ্যালেন্টাইন্স ডে'র সময় ৭ থেকে ৮ টাকা পর্যন্ত প্রতি পিস গোলাপ বিক্রি করে লাভের মুখ দেখতে পান চাষিরা।
advertisement
advertisement