বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে'! কলেজ স্কুলকে টেক্কা হোটেল, পার্কের!

Last Updated:
Saraswati Puja 2025- বাগদেবীর আরাধনায় জেলায় যেন অকাল ভ্যালেন্টাইন ডে, জেলার কলেজ স্কুল গুলিকে কে টেক্কা দিল হোটেল পার্ক।
1/7
সরস্বতী পুজোই যেন এ দিন জেলায় হয়ে উঠল অকাল ভালেন্টাইন ডে। একদিকে জেলার স্কুলগুলিতে যখন ছাত্র-ছাত্রীরা পাঞ্জাবী-শাড়িতে বাগদেবীর আরাধনায়, তখন রীতিমতো জেলার হোটেল গুলিকে ভিড়ে টেক্কা দিল প্রেমিক প্রেমিকারা
সরস্বতী পুজোই যেন এ দিন জেলায় হয়ে উঠল অকাল ভালেন্টাইনস ডে। একদিকে জেলার স্কুলগুলিতে যখন ছাত্র-ছাত্রীরা পাঞ্জাবি-শাড়িতে বাগদেবীর আরাধনায়, তখন রীতিমতো জেলার হোটেলগুলিকে ভিড়ে টেক্কা দিল প্রেমিক প্রেমিকারা।
advertisement
2/7
বসন্ত পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো, সেই উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থীরা শাড়ি ও পাঞ্জাবিতে বাগদেবীর আরাধনায় ব্রতি হলেও, বিশেষ এই দিনে পড়াশোনা কে কিছুটা সরিয়ে রেখেই নিজেদের মনের মানুষের সঙ্গেই কাটাতে দেখা গেল বিশেষ মুহূর্ত
বসন্ত পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো, সেই উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থীরা শাড়ি ও পাঞ্জাবিতে বাগদেবীর আরাধনায় ব্রতি হলেও, বিশেষ এই দিনে পড়াশোনাকে কিছুটা সরিয়ে রেখেই নিজেদের মনের মানুষের সঙ্গেই কাটাতে দেখা গেল বিশেষ মুহূর্ত।
advertisement
3/7
আর তাতেই যেন সরস্বতী পুজোর এই দিন হয়ে উঠল অঘোষিত ভালোবাসার দিবস
আর তাতেই যেন সরস্বতী পুজোর এই দিন হয়ে উঠল অঘোষিত ভালোবাসার দিবস।
advertisement
4/7
ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রেমিক-প্রেমিকাদের ভিড় ছিল জেলার হোটেল ও পার্কগুলিতে। তারা নিজেদের মতো করে এই বিশেষ দিনটি কাটাতে বেছে নিয়েছিলেন জেলার রেস্তোরাঁ, পার্ক এবং হোটেলগুলিকে।
ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রেমিক-প্রেমিকাদের ভিড় ছিল জেলার হোটেল ও পার্কগুলিতে। তাঁরা নিজেদের মতো করে এই বিশেষ দিনটি কাটাতে বেছে নিয়েছিলেন জেলার রেস্তোরাঁ, পার্ক এবং হোটেলগুলিকে।
advertisement
5/7
এদিকে, ওয়েওর পক্ষ থেকে অবিবাহিত কাপলদের জন্য হোটেলে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করা হলেও, জেলার অন্যান্য হোটেলগুলি দিনটিতে নিজেদের ব্যবসায়িক সুযোগের সদ্ব্যবহার করেছেন চুটিয়ে
অবিবাহিত কাপলদের জন্য হোটেলে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করা হলেও জেলার অন্যান্য হোটেলগুলি দিনটিতে নিজেদের ব্যবসায়িক সুযোগের সদ্ব্যবহার করেছেন চুটিয়ে।
advertisement
6/7
অনেক হোটেল তাদের ইনকামের দিক থেকে বিশেষ সুবিধা লাভ করেছে। পাশাপাশি, জেলার রেস্তোরাঁগুলিতে ছিল স্বাভাবিকের তুলনায় বেশি ভিড়।
অনেক হোটেল তাদের ইনকামের দিক থেকে বিশেষ সুবিধা লাভ করেছে। পাশাপাশি, জেলার রেস্তোরাঁগুলিতে ছিল স্বাভাবিকের তুলনায় বেশি ভিড়।
advertisement
7/7
জেলার এক হোটেল মালিক জানালেন, অন্যান্য দিনের তুলনায় এ দিন ভিড় একটু বেশি হচ্ছে। তবে আমরা পরিচয় পত্র দেখে তবেই রুম দিচ্ছি। তাই সব মিলিয়ে এদিন বাগদেবীর আরাধনার সঙ্গেই উদযাপন হল ভালবাসা দিবসেরও।
জেলার এক হোটেল মালিক জানালেন, অন্যান্য দিনের তুলনায় এ দিন ভিড় একটু বেশি হচ্ছে। তবে আমরা পরিচয় পত্র দেখে তবেই রুম দিচ্ছি। তাই সব মিলিয়ে এদিন বাগদেবীর আরাধনার সঙ্গেই উদযাপন হল ভালবাসা দিবসেরও।
advertisement
advertisement
advertisement