বামুনিয়া স্কুল মাঠে শুরু ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা! চ্যাম্পিয়ন দলের পুরস্কারের অঙ্কে হা হয়ে যাবেন, এই ক্রীড়া উৎসবের মূল উদ্দেশ্য অন্য কিছু
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Burdwan Football Tournament: বর্তমান প্রজন্ম আসক্ত মোবাইলে তাই তাদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ পূর্ব বর্ধমানের রায়নায়। প্রতি বছরই যুব প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে বামনিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় দু'দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার।
advertisement
গ্রামের মাটির গন্ধ, বাঁশের খুঁটি দিয়ে সাজানো মাঠ, ঢোলের তালে তালে উচ্ছ্বাস - এ যেন গ্রামীণ বাংলার চেনা উৎসব। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এই স্বাদ। কারণ তারা আসক্ত হয়ে পড়ছে মোবাইলে। তাই পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের হিজলনা অঞ্চলের বামুনিয়া স্কুল মাঠে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার।
advertisement
advertisement
advertisement
advertisement
উদ্যোক্তারা বলেন, 'আজকের মোবাইলমুখী প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতেই আমাদের এই প্রচেষ্টা। খেলার মাধ্যমে যেমন শরীর সুস্থ থাকে, তেমনই সমাজে গড়ে ওঠে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন'। রায়নার বামুনিয়ার এই ফুটবল প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, এ যেন গ্রামীণ জীবনের প্রাণের উৎসব, যেখানে ঘাম মেশে আবেগে, আর প্রতিটি গোল যেন নতুন আশার আলো জ্বেলে দেয় গ্রামের তরুণদের মনে। (চিত্র ও তথ্য: সায়নী সরকার)






