Nadia News: সবুজের মাঝে প্রকৃতির পুজো, শালপলাশের মরশুমে পালিত হল সারহুল পার্বণ

Last Updated:
Tribal Festival: সারহুল পরব মূলত ভারতের ঝাড়খন্ড রাজ্যে পালিত একটি বসন্ত উৎসব নতুন বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। কৃষ্ণপক্ষের চৈত্র মাসের তৃতীয় তিথি থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত তিনদিন ধরে চলে।
1/6
বসন্তে আদিবাসী সমাজের সারহুল পরব পালিত হল নদিয়ার শান্তিপুরে৷ (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বসন্তে আদিবাসী সমাজের সারহুল পরব পালিত হল নদিয়ার শান্তিপুরে৷ (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মাঠপাড়া ( আদিবাসী পাড়া) গ্রামবাসীবৃন্দের উদ্যোগে সারহুল পুজো ও আদিবাসী সমাজের গুণীজনদের সংবর্ধনা আয়োজিত হল ওরাওঁ সম্প্রদায়ের।
নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মাঠপাড়া ( আদিবাসী পাড়া) গ্রামবাসীবৃন্দের উদ্যোগে সারহুল পুজো ও আদিবাসী সমাজের গুণীজনদের সংবর্ধনা আয়োজিত হল ওরাওঁ সম্প্রদায়ের।
advertisement
3/6
সারহুল পরব মূলত ভারতের ঝাড়খন্ড রাজ্যে পালিত একটি বসন্ত উৎসব নতুন বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। কৃষ্ণপক্ষের চৈত্র মাসের তৃতীয় তিথি থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত তিনদিন ধরে চলে।
সারহুল পরব মূলত ভারতের ঝাড়খন্ড রাজ্যে পালিত একটি বসন্ত উৎসব নতুন বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। কৃষ্ণপক্ষের চৈত্র মাসের তৃতীয় তিথি থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত তিনদিন ধরে চলে।
advertisement
4/6
গ্রামের পুরোহিত যাকে পাহান বলা হয় তিনি গ্রামের সমৃদ্ধির জন্য সূর্য গ্রাম দেবতা এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে ফুল, ফল, সিঁদুর একটি মোরগ এবং কারণ অর্থাৎ মদ উৎসর্গ করেন।
গ্রামের পুরোহিত যাকে পাহান বলা হয় তিনি গ্রামের সমৃদ্ধির জন্য সূর্য গ্রাম দেবতা এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে ফুল, ফল, সিঁদুর একটি মোরগ এবং কারণ অর্থাৎ মদ উৎসর্গ করেন।
advertisement
5/6
আচার অনুষ্ঠানের পর স্থানীয়রা শাল ফুল হাতে নিয়ে নৃত্য করেন।
আচার অনুষ্ঠানের পর স্থানীয়রা শাল ফুল হাতে নিয়ে নৃত্য করেন।
advertisement
6/6
এই সারহুল পরব আদিবাসীদের একটি অন্যতম উৎসব। প্রথা মেনে প্রত্যেক বছরই এই উৎসব পালন হয়ে আসছে নদিয়ার একাধিক আদিবাসী গ্রামে।
এই সারহুল পরব আদিবাসীদের একটি অন্যতম উৎসব। প্রথা মেনে প্রত্যেক বছরই এই উৎসব পালন হয়ে আসছে নদিয়ার একাধিক আদিবাসী গ্রামে।
advertisement
advertisement
advertisement