Train Cancelled: লালগোলা-শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, সূচি পরিবর্তন কিছু ট্রেনের, জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Train Cancel: লালগোলা-শিয়ালদহ শাখায় রবিবার সকাল বিকেল মিলিয়ে ৬টি ট্রেন চলবে না বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল।
advertisement
advertisement
advertisement
advertisement
*কলকাতা যাওয়ার ডাউন ট্রেন সকাল ৯টা ২৫ মিনিটে বহরমপুর থেকে প্রতিদিন ছাড়ে। আর কলকাতা থেকে সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে বহরমপুরে পৌঁছায় আপ ০৩১৯৩ ট্রেনটি। আপ ডাউন মিলিয়ে। আরও দুটি ইএমইউ ট্রেন ০৩১৪৩ আপ ও ৩১৭৬৮ ডাউন সেটাও বাতিল হয়েছে। ট্রেন দুটি লালগোলা থেকে রানাঘাট ও রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত দৈনিক যাতায়াত করে।
advertisement
*আপ হাজারদুয়ারি এক্সপ্রেস (১৩১১৩), ৩১৮৮৬১ কৃষ্ণনগর থেকে লালগোলা যাওয়ার, ৩১৭৬৯ ও ৩১৭৭১ রানাঘাট থেকে লালগোলা যাওয়ার ট্রেনগুলি রবিবার পলাশী পর্যন্ত যাতায়াত করবে। লালগোলা যাবে না। আবার রানাঘাট থেকে সকাল ৯টা ২২মিনিটে যে ৩১৭৭৩ আপ মেমু ট্রেনটি ছাড়ে সেটি পলাশিতে এসে থামবে। সাধারণত ট্রেনটি পলাশিতে ১০.৫০ মিনিটে পৌঁছয়। পলাশি থেকে ফের ১১.১৫ মিনিটে রানাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে শুধুমাত্র রবিবারেই।
advertisement
advertisement