Digha: দিঘায় মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র! অশনির ফাঁড়া কাটতেই শুরু ঝুঁকির স্নান

Last Updated:
এ দিন সকাল থেকেই দিঘার আকাশের মুখ ভার৷ অশনি আতঙ্ক কেটে যেতেই এ দিন সকাল থেকেই সমু্দ্রের পাড়ে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা৷
1/6
অশনি আতঙ্ক কেটেছে৷ কিন্তু বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের জেরে এখনও উত্তাল দিঘার সমুদ্র৷ সকাল থেকেই দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে৷
অশনি আতঙ্ক কেটেছে৷ কিন্তু বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের জেরে এখনও উত্তাল দিঘার সমুদ্র৷ সকাল থেকেই দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে৷
advertisement
2/6
এ দিন সকাল থেকেই দিঘার আকাশের মুখ ভার৷ অশনি আতঙ্ক কেটে যেতেই এ দিন সকাল থেকেই সমু্দ্রের পাড়ে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা৷
এ দিন সকাল থেকেই দিঘার আকাশের মুখ ভার৷ অশনি আতঙ্ক কেটে যেতেই এ দিন সকাল থেকেই সমু্দ্রের পাড়ে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা৷
advertisement
3/6
তবে অশনি আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও এখনও দিঘার সমুদ্রে পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না৷ সমুদ্রের পাড়ে এখনও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য এবং সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন করে রাখা হয়েছে৷
তবে অশনি আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও এখনও দিঘার সমুদ্রে পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না৷ সমুদ্রের পাড়ে এখনও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য এবং সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন করে রাখা হয়েছে৷
advertisement
4/6
অশনির বিপদ কেটে যেতেই দিঘা, মন্দারমণি, তাজপুরে বেড়াতে আসা পর্যটকরা দারুণ খুশি৷ এতদূর থেকে এসে সমু্দ্রে না নেমে ফিরতে রাজি নন কেউ৷
অশনির বিপদ কেটে যেতেই দিঘা, মন্দারমণি, তাজপুরে বেড়াতে আসা পর্যটকরা দারুণ খুশি৷ এতদূর থেকে এসে সমু্দ্রে না নেমে ফিরতে রাজি নন কেউ৷
advertisement
5/6
যদিও অশনির আশঙ্কা কমতেই সকাল থেকে যাবতীয় সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রে স্নান করছেন বেশ কিছু পর্যটক৷ চোখে পড়লেই তাঁদেরকে জল থেকে তুলে দিচ্ছেন পুলিশ প্রশাসনের কর্মীরা৷
যদিও অশনির আশঙ্কা কমতেই সকাল থেকে যাবতীয় সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রে স্নান করছেন বেশ কিছু পর্যটক৷ চোখে পড়লেই তাঁদেরকে জল থেকে তুলে দিচ্ছেন পুলিশ প্রশাসনের কর্মীরা৷
advertisement
6/6
ওল্ড দিঘার এক নম্বর ঘাট থেকে সি হক ঘোলার সি বিচ, সর্বত্রই ঝুঁকি নিয়েই দল বেঁধে সমুদ্রে নেমে স্নান করছেন পর্যটকরা।
ওল্ড দিঘার এক নম্বর ঘাট থেকে সি হক ঘোলার সি বিচ, সর্বত্রই ঝুঁকি নিয়েই দল বেঁধে সমুদ্রে নেমে স্নান করছেন পর্যটকরা।
advertisement
advertisement
advertisement