Rain Forecast: এখনও হয়নি দুর্যোগের খেল খতম! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভেসে যাবে দক্ষিণবঙ্গের ৬ জেলা! বয়ে যাবে ঝোড়ো বাতাস!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Rain Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে গোটা। সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি।
advertisement
advertisement
advertisement
advertisement
একইভাবে উত্তরবঙ্গে চলছে ঝড়বৃষ্টি। পূর্বাভাস মতো ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
advertisement
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। চলতি সপ্তাহে এরকম পরিস্থিতি বজায় থাকবে। রেহাই মিলেছে না আপাতত।