তারাপীঠ আসবেন ভাবছেন...? এবার খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী! বাড়বে আরও ভিড়
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith News: তিন দিনের জন্য বীরভূম সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন ছিল বীরভূম সফরের শেষ দিন। আর এই শেষ দিনে ইলামবাজারে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই মতই এবার তারাপীঠ এর ৫১ পীঠের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিদ্ধপীঠ তারাপীঠে গেলেই একসঙ্গে দর্শন করা যাবে ৫১ সতী পীঠের।
তিন দিনের জন্য বীরভূম সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন ছিল বীরভূম সফরের শেষ দিন। আর এই শেষ দিনে ইলামবাজারে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই মতই এবার তারাপীঠ এর ৫১ পীঠের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিদ্ধপীঠ তারাপীঠে গেলেই একসঙ্গে দর্শন করা যাবে ৫১ সতী পীঠের।
advertisement
বীরভূম সফরে এসে এইদিন বীরভূমের ইলামবাজার থেকে তারাপীঠে ৫১ পীঠের আদলে ৫১ টি সতীর মন্দির গড়ার প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সেই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারাপীঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।তারাপীঠ মন্দির এলাকায় সার্বিক উন্নয়নের জন্য আগেই গড়ে তোলা হয়েছে তারাপীঠ - রামপুরহাট উন্নয়ন পরিষদ।
advertisement
সেই উন্নয়নের মাধ্যমে তারাপীঠ মন্দির এলাকায় সার্বিক উন্নয়ন হয়েছে। তীর্থক্ষেত্র পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। এবার তারাপীঠ মন্দিরে আগত পূণ্যার্থী ও পর্যটকদের সুবিধার কথা ভেবে তারাপীঠ এলাকায় গড়ে তোলা হবে সতীর ৫১ পীঠ। রামপুরহাট - তারাপীঠ রাস্তার উদয়পুর মোড়ের কাছে ৩১ একর জমিতে গড়ে তোলা হবে ৫১ টি সতীপীঠের আদলে সতীপীঠ।
advertisement
এর জন্য প্রথম পর্যায়ে বরাদ্দ করা হয়েছে ৬ কোটি টাকা। সেই টাকায় বনদফতরের জমিতে গড়ে তোলা হবে সতীর ৫১ টি পীঠের আদলে ৫১ টি মন্দির। এদিকে তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় সতীর ৫১ পীঠের আদলে মন্দির হওয়ার খবরে খুশি তারাপীঠ মন্দির কমিটি। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, সিদ্ধপীঠ তারাপীঠে নিত্যদিন হাজার হাজার মানুষ আসেন।
advertisement