Tarapith: জগদ্ধাত্রী রূপে পুজো তারা মায়ের! পাঁঠার মাংস, মাছ, পোলাও...ভোগে ছিল আর কী কী? বিপুল ভিড় তারাপীঠে

Last Updated:
Tarapith: তারাপীঠে মা তারাকে পুজো করা হল জগদ্ধাত্রী রূপে। প্রতি বছরই এইভাবে পুজো করা হয় মা তারাকে। এই বছরও তার ব‍্যতিক্রম হয়নি। প্রথা মেনেই করা হয়েছে কুমারী পুজো। তিন কন‍্যাকে কুমারী রূপে পুজো করা হল তারাপীঠে।
1/5
তারাপীঠে মা তারাকে পুজো করা হল জগদ্ধাত্রী রূপে। প্রতি বছরই এইভাবে পুজো করা হয় মা তারাকে। এই বছরও তার ব‍্যতিক্রম হয়নি। প্রথা মেনেই করা হয়েছে কুমারী পুজো। তিন কন‍্যাকে কুমারী রূপে পুজো করা হল তারাপীঠে।
তারাপীঠে মা তারাকে পুজো করা হল জগদ্ধাত্রী রূপে। প্রতি বছরই এইভাবে পুজো করা হয় মা তারাকে। এই বছরও তার ব‍্যতিক্রম হয়নি। প্রথা মেনেই করা হয়েছে কুমারী পুজো। তিন কন‍্যাকে কুমারী রূপে পুজো করা হল তারাপীঠে।
advertisement
2/5
দেবী মূর্তি পুজোর চল নেই তারাপীঠে। সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারাকে সামনে রেখেই। ব্যতিক্রম হয়নি জগদ্ধাত্রী পুজোতেও। আজ, রবিবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী।
সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারাকে সামনে রেখেই। ব্যতিক্রম হয়নি জগদ্ধাত্রী পুজোতেও। আজ, রবিবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী।
advertisement
3/5
জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। রবিবার বিকেলে মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়েছিল।
জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। রবিবারবিকেলে মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়েছিল।
advertisement
4/5
একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এদিন তারাপীঠ মন্দিরে ভিড় জমান।
একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এদিন তারাপীঠ মন্দিরে ভিড় জমান।
advertisement
5/5
এ দিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতি হয়।
এ দিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতি হয়। (তথ‍্য-অক্ষয় ধীবর)
advertisement
advertisement
advertisement