advertisement

Summer Tourism: ইকোপার্কে নতুন আকর্ষণ ৪ তলা সমান বিশাল এই ঘর! কি রয়েছে জানলে ছুটে যাবেন, গরমের ছুটিতে সুযোগ পেলেই ঘুরে আসুন

Last Updated:
Summer Tourism: ইকোপার্ক দর্শনের এখন নতুন আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে দীর্ঘাকৃতির এই সুবিশাল গম্বুজ।
1/6
ইকোপার্ক দর্শনের এখন নতুন আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে দীর্ঘাকৃতির এই সুবিশাল গম্বুজ। আদতে যেটি হল সোলার ডোম
ইকোপার্ক দর্শনের এখন নতুন আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে দীর্ঘাকৃতির এই সুবিশাল গম্বুজ। আদতে যেটি হল সোলার ডোম।
advertisement
2/6
আধুনিক বিজ্ঞানের এই জগতে পা রাখতে টিকিট মাত্র ২০০ টাকা। চাইলে আরও ১০০ টাকা দিয়ে নিতে পারেন রোবট সহায়িকা, যারা গাইডের মতো পুরো ভ্রমণের সময় তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে
আধুনিক বিজ্ঞানের এই জগতে পা রাখতে টিকিট মাত্র ২০০ টাকা। চাইলে আরও ১০০ টাকা দিয়ে নিতে পারেন রোবট সহায়িকা, যারা গাইডের মত পুরো ভ্রমণের সময় তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে।
advertisement
3/6
চারতলা বিশিষ্ট সোলার ডোমে ঘুরে ঘুরে ওপরে উঠতে হয়। একদিকে নানান বৈজ্ঞানিক তথ্য আর উপস্থাপনা, অন্যদিকে, নিখুঁত স্থাপত্য দেখে দর্শনার্থীরা মুগ্ধ না হয়ে পারবেন না
চারতলা বিশিষ্ট সোলার ডোমে ঘুরে ঘুরে ওপরে উঠতে হয়। একদিকে নানা বৈজ্ঞানিক তথ্য আর উপস্থাপনা, অন্যদিকে, নিখুঁত স্থাপত্য দেখে দর্শনার্থীরা মুগ্ধ না হয়ে পারবেন না।
advertisement
4/6
উপরের ক্যাফেতে রয়েছে জল, টিফিন, জুস, সহ হালকা খাবারের আয়োজন। ইচ্ছে করলে বাড়ির জন্য কিনে নিতে পারেন বিশেষ বিজ্ঞান সংক্রান্ত স্মারক। নামার জন্য সুবিধাজনক লিফটের বন্দোবস্ত রয়েছে এই সোলার ডোমে
উপরের ক্যাফেতে রয়েছে জল, টিফিন, জুস, সহ হালকা খাবারের আয়োজন। ইচ্ছে করলে বাড়ির জন্য কিনে নিতে পারেন বিশেষ বিজ্ঞান সংক্রান্ত স্মারক। নামার জন্য সুবিধাজনক লিফটের বন্দোবস্ত রয়েছে এই সোলার ডোমে।
advertisement
5/6
সুউচ্চ অর্ধবৃত্তাকার সৌর গম্বুজটির গা সোলার প্যানেলে মোড়া। প্রায় ২০০০ টির মতো সোলার প্যানেল রয়েছে এখানে, যা থেকে রোজ ১৮০ কিলোওয়াট এর মত বিদ্যুৎ উৎপাদন হয়
সুউচ্চ অর্ধবৃত্তাকার সৌর গম্বুজটির গা সোলার প্যানেলে মোড়া। প্রায় ২০০০ টির মত সোলার প্যানেল রয়েছে এখানে, যা থেকে রোজ ১৮০ কিলোওয়াটের মত বিদ্যুৎ উৎপাদন হয়।
advertisement
6/6
এছাড়াও সোলার ডোমটির ভেতর জুড়ে রয়েছে গ্যালারি স্কিন, প্রজেক্টর, সেমিনার হল, প্লানেটরিয়াম, মেরিন একুরিয়াম সহ ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট
এছাড়াও সোলার ডোমটির ভেতর জুড়ে রয়েছে গ্যালারি স্কিন, প্রজেক্টর, সেমিনার হল, প্লানেটরিয়াম, মেরিন একুরিয়াম সহ ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট।
advertisement
advertisement
advertisement