Stray Dogs: ড্রয়িং রুমে খেতে দেন পথ কুকুরদের, বসতে দেন গেস্ট রুমে! নজির বাঁকুড়ায়
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Stray Dogs- লাইফ ইন্সিওরেনস কর্পোরেশন'-এ কর্মরত এডমিনিস্ট্রেটিভ অফিসার গৌতম মন্ডলের বাড়ির ছাদে রয়েছে এই চার সারমেয়র সমাধি। প্রতিদিন প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ফুল দেওয়া সবই করে থাকেন তিনি।
advertisement
কুকুরের প্রতি ভালবাসা মন্ডল পরিবারের রক্ত মিশে রয়েছে। বাঁকুড়া শহরের সুকান্তপল্লীর বাসিন্দা গৌতম মন্ডল এবং শ্যামলী মন্ডল ভোর ৫ টা থেকেই পথকুকুরের সেবায় নিজেদের নিমজ্জিত করেন। গৌতমবাবুর অফিসের কাজ এবং শ্যামলী দেবীর ঘরের কাজ ছাড়াও তাঁদের বাড়িতে অবাধ বিচরণ রাস্তার অবলা পথকুকুরদের। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
লাইফ ইন্সিওরেনস কর্পোরেশন'-এ কর্মরত এডমিনিস্ট্রেটিভ অফিসার গৌতম মন্ডলের বাড়ির ছাদে রয়েছে এই চার সারমেয়র সমাধি। প্রতিদিন প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ফুল দেওয়া সবই করে থাকেন তিনি। এই ভালবাসা সচরাচর দেখা যায়না বর্তমান সমাজে। গৌতম বাবু জানান যে নিজের সন্তানের মত ভালোবাসতেন এই চার পোষ্যকে। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
গৌতম মন্ডল জানান, মানুষের যাতে অসুবিধা না হয় এবং পথ কুকুরদের যাতে মানুষের রোষানলে পড়তে না হয়, সেই কারণে নিজের বাড়িতেই কুকুরদের জায়গা করে দিয়েছেন গৌতম মন্ডল। অফিস থেকে বাড়ি ফেরার পথে হোক কিংবা বাজার করতে যাওয়ার সময়, বাঁকুড়ার সতীঘাট থেকে ফাঁসিডাঙ্গা পর্যন্ত প্রতিটা পথ কুকুর চেনে গৌতম বাবুকে। তাঁকে দেখলেই খুশিতে লেজ নাড়ায় তারা।








