পুজোর ভিড় ভাল লাগে না? দুর্গাপুজোতে একান্তে সময় কাটান রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপে, মন ভরে যাবে
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
সুভাষ দ্বীপে থাকছে আধুনিক কটেজ। ক্যান্টিনের সুবন্দোবস্ত। আছে গাড়ি পার্কিং-এর জন্য ব্যবস্থা। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য সুভাষ দ্বীপে থাকছে দোলনা, স্লিপ। বসানো হয়েছে ফোয়ারা।
advertisement
advertisement
advertisement
জঙ্গিপুর পৌরসভার অধীনে এই সুভাষ দ্বীপ এখন পর্যটকদের কাছে নতুন আকর্ষণ গড়ে তুলেছে। রঘুনাথগঞ্জের জঙ্গিপুর সদর ঘাট। ভাগীরথীর তীরে প্রায় ৬৫ বিঘা জমির উপরে জঙ্গিপুর পুরসভা উদ্যোগে তৈরি এই নেতাজি সুভাষ দ্বীপ। যদিও বাম জমানাতেই পিকনিক স্পট হিসেবে পরিচিতি পায়। তবে জঙ্গিপুর পুরসভা শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর সাজতে শুরু করে সুভাষ দ্বীপ। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
advertisement
advertisement
সুভাষ দ্বীপে থাকছে আধুনিক কটেজ। ক্যান্টিনের সুবন্দোবস্ত। আছে গাড়ি পার্কিং-এর জন্য ব্যবস্থা। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য সুভাষ দ্বীপে থাকছে দোলনা, স্লিপ। বসানো হয়েছে ফোয়ারা। দ্বীপ লাগোয়া জলাশয়ে থাকছে বোটিংয়ের সুবন্দোবস্ত। ফলে দুর্গাপুজোর সময় একান্তে সময় কাটাতে আসতে পারেন এই পার্কে। কাটবে একান্তে সময়। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।