Special Train At Night: দূরপাল্লা থেকে নাইট স্পেশাল লোকাল ট্রেন, এবার পুজোয় এই রুটে দেদার ট্রেন সার্ভিস, বেড়ানো থেকে দুর্গা ঠাকুর দেখা সবই হবে বিন্দাস

Last Updated:
Local Train At Night: Special Train At Night: দূরপাল্লা থেকে রাত্রিকালীন লোকাল, পুজোর মরশুমে বিশেষ ব্যবস্থা রেলের
1/6
খড়গপুর: দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি। এই ছুটিতে শেষ মুহূর্তে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? তবে আর চিন্তা কেন, খড়গপুর ডিভিশনের তত্ত্বাবধানে চলবে একাধিক ট্রেন। একদিকে দিঘা, অন্যদিকে পাটনা, উত্তর কিংবা দক্ষিণ ভারতের সঙ্গে এবার সরাসরি যোগ রেলের। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশনে এবার একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করেছে রেল। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, দুর্গা পুজো, দীপাবলি এবং ছট পুজোর ছুটিতে এই স্পেশাল ট্রেন চালান হবে।
খড়গপুর: দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি। এই ছুটিতে শেষ মুহূর্তে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? তবে আর চিন্তা কেন, খড়গপুর ডিভিশনের তত্ত্বাবধানে চলবে একাধিক ট্রেন। একদিকে দিঘা, অন্যদিকে পাটনা, উত্তর কিংবা দক্ষিণ ভারতের সঙ্গে এবার সরাসরি যোগ রেলের। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশনে এবার একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করেছে রেল। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, দুর্গা পুজো, দীপাবলি এবং ছট পুজোর ছুটিতে এই স্পেশাল ট্রেন চালান হবে।
advertisement
2/6
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। প্রায় ১৯ জোড়া আপ এবং ডাউন লাইনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলবে পুজোর মরশুমে। শুধু তাই নয়, পুজোর দিনগুলোতে একাধিক লোকাল ট্রেন চালান হবে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে দুর্গাপুজোর দিনগুলোতে চলবে এই মেমু স্পেশাল ট্রেন।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। প্রায় ১৯ জোড়া আপ এবং ডাউন লাইনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলবে পুজোর মরশুমে। শুধু তাই নয়, পুজোর দিনগুলোতে একাধিক লোকাল ট্রেন চালান হবে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে দুর্গাপুজোর দিনগুলোতে চলবে এই মেমু স্পেশাল ট্রেন।
advertisement
3/6
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আপ লাইনে ০৮৮৬৬ শালিমার-ইটওয়ারি জংশন পুজো স্পেশাল ট্রেন চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ০৮৮৪৫ শালিমার-চারলাপল্লী স্পেশাল ট্রেন ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চালান হবে, ০৮৬১১ সাঁতরাগাছি-আজমির স্পেশাল ২২ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চালান হবে। ০৮০৪৭ শালিমার-রাঙ্গাপাড়া উত্তর স্পেশাল ট্রেন চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আপ লাইনে ০৮৮৬৬ শালিমার-ইটওয়ারি জংশন পুজো স্পেশাল ট্রেন চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ০৮৮৪৫ শালিমার-চারলাপল্লী স্পেশাল ট্রেন ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চালান হবে, ০৮৬১১ সাঁতরাগাছি-আজমির স্পেশাল ২২ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চালান হবে। ০৮০৪৭ শালিমার-রাঙ্গাপাড়া উত্তর স্পেশাল ট্রেন চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
advertisement
4/6
এছাড়াও ০৭০৪৭ নহরলাগুন-চারলাপল্লী ট্রেন ২ সেপ্টেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ০৬০৭৮ সাঁতরাগাছি থেকে চেন্নাই স্পেশাল ট্রেন ৮ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চালান হবে। এছাড়াও ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা পুজো স্পেশাল চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। এছাড়াও শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল, শালিমার-পাটনা, শালিমার-চেন্নাই, সাঁতরাগাছি-যশবন্তপুর সহ একাধিক রুটে পুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। 
এছাড়াও ০৭০৪৭ নহরলাগুন-চারলাপল্লী ট্রেন ২ সেপ্টেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ০৬০৭৮ সাঁতরাগাছি থেকে চেন্নাই স্পেশাল ট্রেন ৮ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চালান হবে। এছাড়াও ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা পুজো স্পেশাল চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। এছাড়াও শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল, শালিমার-পাটনা, শালিমার-চেন্নাই, সাঁতরাগাছি-যশবন্তপুর সহ একাধিক রুটে পুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন।
advertisement
5/6
শুধু তাই নয় রাত্রিতে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তাই একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালান হবে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে প্রায় রাত্রিকালীন তিন জোড়া স্পেশাল ট্রেন চালান হবে।
শুধু তাই নয় রাত্রিতে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তাই একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালান হবে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে প্রায় রাত্রিকালীন তিন জোড়া স্পেশাল ট্রেন চালান হবে।
advertisement
6/6
২৭ নভেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাঁশকুড়া-হাওড়া লোকাল রাত ১১.৩০ এ, হাওড়া-পাঁশকুড়া লোকাল রাত ১২.৫০ এ ২৮ নভেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চালান হবে। এছাড়াও মেছেদা-হাওড়া লোকাল এবং হাওড়া-মেচেদা লোকাল, আমতা-হাওড়া এবং হাওড়া-আমতা লোকাল চালান হবে। এছাড়াও সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক গ্যালপিং লোকাল ট্রেন চালাবে খড়গপুর ডিভিশন। স্বাভাবিকভাবে পুজোর দিনগুলোকে নিজের মত কাটান, বাড়ি ফেরার চিন্তা দূর করছে রেল। রাত্রিতেই ফিরতে পারবে নিজের বাড়ি। কলকাতায় পুজো দেখতে যাওয়া আরও সহজ করে তুলেছে দক্ষিণ-পূর্ব রেল।
২৭ নভেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাঁশকুড়া-হাওড়া লোকাল রাত ১১.৩০ এ, হাওড়া-পাঁশকুড়া লোকাল রাত ১২.৫০ এ ২৮ নভেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চালান হবে। এছাড়াও মেছেদা-হাওড়া লোকাল এবং হাওড়া-মেচেদা লোকাল, আমতা-হাওড়া এবং হাওড়া-আমতা লোকাল চালান হবে। এছাড়াও সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক গ্যালপিং লোকাল ট্রেন চালাবে খড়গপুর ডিভিশন। স্বাভাবিকভাবে পুজোর দিনগুলোকে নিজের মত কাটান, বাড়ি ফেরার চিন্তা দূর করছে রেল। রাত্রিতেই ফিরতে পারবে নিজের বাড়ি। কলকাতায় পুজো দেখতে যাওয়া আরও সহজ করে তুলেছে দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
advertisement
advertisement