Snake Inside Mosquito Net: আমবাগানে যেতেই ফোঁসফোঁস আওয়াজ, মশারির মধ্যে ময়াল সাপ, তারপর...

Last Updated:
Snake Inside Mosquito Net: এর আগেও ঘটেছিল এমন ঘটনা! আতঙ্কের শিহরণ, তারপর...
1/5
বাঁকুড়া: গরমকাল পড়েছে। মানুষ আম খাবে, আম বাগান যাবে এটাই স্বাভাবিক। তবে আম বাগানে গিয়ে যদি চোখে পড়ে এক মস্ত দানবকে তাহলে হয়ত ভয় বুকটা খালি হয়ে যাবে। সকাল সকাল বাঁকুড়াতে ঘটেছে এমনই এক ঘটনা। যে ঘটনার কারণে বাঁকুড়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। আমবাগানের পাশে ধরা পড়েছে একটি বিরাট, মোটা সোটা ময়াল সাপ। আর তাকে ধরতেই যত হুড়োহুড়ি।
বাঁকুড়া: গরমকাল পড়েছে। মানুষ আম খাবে, আম বাগান যাবে এটাই স্বাভাবিক। তবে আম বাগানে গিয়ে যদি চোখে পড়ে এক মস্ত দানবকে তাহলে হয়ত ভয় বুকটা খালি হয়ে যাবে। সকাল সকাল বাঁকুড়াতে ঘটেছে এমনই এক ঘটনা। যে ঘটনার কারণে বাঁকুড়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। আমবাগানের পাশে ধরা পড়েছে একটি বিরাট, মোটা সোটা ময়াল সাপ। আর তাকে ধরতেই যত হুড়োহুড়ি।
advertisement
2/5
এক বিরাট ময়াল সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার হিড়বাঁধ এলাকায় । মঙ্গলবার সকালে হিড়বাঁধের ইটামাড়া গ্রাম লাগোয়া আম বাগানের মাঠে একটি জালের মধ্যে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এক বিরাট ময়াল সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার হিড়বাঁধ এলাকায় । মঙ্গলবার সকালে হিড়বাঁধের ইটামাড়া গ্রাম লাগোয়া আম বাগানের মাঠে একটি জালের মধ্যে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
advertisement
3/5
স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে, আম বাগানের পাশে একটি মশারির মধ্যে আটকে থাকে সাপটি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখতে এলাকার মানুষ ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা জানান, সাপটি প্রায় ছ'ফুট লম্বা। এর আগেও গ্রামে এত বড় আকারের সাপ বের হয়েছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। সাপটি উদ্ধার করার জন্য স্থানীয় বন দফতরের খবর দেওয়া হয়েছে বলে বাসিন্দারা জানান। বন দফতর থেকে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে, আম বাগানের পাশে একটি মশারির মধ্যে আটকে থাকে সাপটি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখতে এলাকার মানুষ ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা জানান, সাপটি প্রায় ছ'ফুট লম্বা। এর আগেও গ্রামে এত বড় আকারের সাপ বের হয়েছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। সাপটি উদ্ধার করার জন্য স্থানীয় বন দফতরের খবর দেওয়া হয়েছে বলে বাসিন্দারা জানান। বন দফতর থেকে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
advertisement
4/5
মূলত একটু গরম পড়লে ময়াল সাপ বেড়িয়ে আসার সম্ভাবনা থাকে। বাঁকুড়ার পাথুরে খাতড়া ময়াল সাপের জন্য এক উপযুক্ত বাসভূমি। মাটির এবং শুকনো পাতার রঙের সঙ্গে একেবারে ক্যামোফ্লাজ হয়ে মিশে থাকে এই সাপ। শিকার করে একবার খেলে সাত দিন কিছু খেতে হয় না। ময়াল সাপ চোখে পড়ে বাঁকুড়ার এই ব্লকে। তবে সাম্প্রতিককালে এত বড় ময়াল সাপ উদ্ধার হয়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বন দফতর সূত্রে জানা গেছে সাপটি সুস্থ রয়েছে।
মূলত একটু গরম পড়লে ময়াল সাপ বেড়িয়ে আসার সম্ভাবনা থাকে। বাঁকুড়ার পাথুরে খাতড়া ময়াল সাপের জন্য এক উপযুক্ত বাসভূমি। মাটির এবং শুকনো পাতার রঙের সঙ্গে একেবারে ক্যামোফ্লাজ হয়ে মিশে থাকে এই সাপ। শিকার করে একবার খেলে সাত দিন কিছু খেতে হয় না। ময়াল সাপ চোখে পড়ে বাঁকুড়ার এই ব্লকে। তবে সাম্প্রতিককালে এত বড় ময়াল সাপ উদ্ধার হয়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বন দফতর সূত্রে জানা গেছে সাপটি সুস্থ রয়েছে।
advertisement
5/5
বাঁকুড়া জেলায় রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য। রুক্ষ সুক্ষ লালমাটির জেলা হলে কি হবে? বাঁকুড়া জেলার জঙ্গলে রয়েছে বহু ক্ষুদ্র এবং মাঝারি বন্যপ্রাণী। বাঁকুড়ায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বিষধর এবং নির্বিষ সাপ। রয়েছে অতিকায় ময়ালও। প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হতে দেখা যায় অতিকায় ময়াল সাপ। এই ঘটনাও তার জ্বলন্ত উদাহরণ। Input- Neelanjan Banerjee
বাঁকুড়া জেলায় রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য। রুক্ষ সুক্ষ লালমাটির জেলা হলে কি হবে? বাঁকুড়া জেলার জঙ্গলে রয়েছে বহু ক্ষুদ্র এবং মাঝারি বন্যপ্রাণী। বাঁকুড়ায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বিষধর এবং নির্বিষ সাপ। রয়েছে অতিকায় ময়ালও। প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হতে দেখা যায় অতিকায় ময়াল সাপ। এই ঘটনাও তার জ্বলন্ত উদাহরণ। Input- Neelanjan Banerjee
advertisement
advertisement
advertisement