Murshidabad News: বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান পুলিশের! উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই গুরুত্বপূর্ণ অভিযান চালায়।
বহরমপুর, কৌশিক অধিকারী: শীতের সকালে হাল্কা কুয়াশা। আর সেই সুযোগ নিচ্ছে দুস্কৃতীরা, তাও আবার মহিলাকে ব্যবহার করেই আগ্নেয়াস্ত্র পাচার। খেলার মাঠের মধ্যেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার। তাজ্জব বনে গেল খোদ পুলিশ। বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে আজ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ দু’জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই গুরুত্বপূর্ণ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি, দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়ায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয়েছে, ৮টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড তাজা কার্তুজ এই বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বহরমপুর থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত দু’জনকেই দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আগামীকাল স্থানীয় আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে অন্য কোনও বড় চক্রের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ রাসপ্রীত সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বহরমপুর থানা ও এসওজি টিম বিশেষ অভিযান চালিয়ে বহরমপুর স্টেডিয়াম থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার টাকার জাল নোট। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সমস্তটাই বিহারের মুঙ্গেরে তৈরি হওয়া। আগ্নেয়াস্ত্র মুঙ্গের থেকে নিয়ে এসে বহরমপুর হয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গিতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই আগ্নেয়াস্ত্রসহ জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বাংলাদেশ যোগ থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান পুলিশের! উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

