গঙ্গাসাগরে 'দানব' এল ভেসে! তার পর থেকেই প্রচণ্ড দুর্গন্ধ! তার পরই বিরাট ঘটনা...

Last Updated:
Whale- হৃদযন্ত্রের সমস্যাতেই মারা যায় গঙ্গাসাগরের সুমতিনগরের তট থেকে উদ্ধার হওয়া তিমিটি। এই তথ্য জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট থেকে। যে তিমির দেহ উদ্ধার হয়েছে সেটি প্রায় ১৩ দিন আগে মারা যায়।
1/6
হৃদরোগেই মারা গিয়েছেল গঙ্গাসাগরের সুমতিনগরের তট থেকে উদ্ধার হওয়া মৃত তিমিটি। এই তথ্য জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট থেকে। যে তিমির দেহ উদ্ধার হয়েছে সেটি প্রায় ১৩ দিন আগে মারা যায়।
হৃদযন্ত্রের সমস্যাতেই মৃত্যু গঙ্গাসাগরের সুমতিনগরের তট থেকে উদ্ধার হওয়া তিমিটির। এই তথ্য জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট থেকে। যে তিমির দেহ উদ্ধার হয়েছে সেটি প্রায় ১৩ দিন আগে মারা যায়।
advertisement
2/6
এই স্তন্যপায়ী মাছটির দেহের দু’টি স্তরে পচন ধরে গিয়েছিল। দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেই অবস্থায় ভেসে চলে এসেছিল সুমতিনগরের নদীর চরে।
এই স্তন্যপায়ী মাছটির দেহের দু’টি স্তরে পচন ধরে গিয়েছিল। দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেই অবস্থায় ভেসে চলে এসেছিল সুমতিনগরের নদীর চরে।
advertisement
3/6
কয়েকদিন আগে কুড়ি ফুট লম্বা একটি জীবন্ত তিমি চলে এসেছিল ঘোড়ামারায়। সেটি ছিল বালিন প্রজাতির। মৃত তিমিটিও ওই একই প্রজাতির। তবে এটি শিশু। মাত্র আট ফুটের মতো লম্বা।
কয়েকদিন আগে কুড়ি ফুট লম্বা একটি জীবন্ত তিমি চলে এসেছিল ঘোড়ামারায়। সেটি ছিল বালিন প্রজাতির। মৃত তিমিটিও ওই একই প্রজাতির। তবে এটি শিশু। মাত্র আট ফুটের মতো লম্বা।
advertisement
4/6
বনবিভাগ তিমির দেহ উদ্ধার করে পাঠিয়েছিল ময়নাতদন্তে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাণীটির শরীরের বাইরে বা ভিতরের অংশে কোনও আঘাতের চিহ্ন ছিল না।
বনবিভাগ তিমির দেহ উদ্ধার করে পাঠিয়েছিল ময়নাতদন্তে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাণীটির শরীরের বাইরে বা ভিতরের অংশে কোনও আঘাতের চিহ্ন ছিল না।
advertisement
5/6
তার বিষয়ে আরও তথ্য জানতে দেহাংশের নমুনা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হবে। এছাড়াও বিস্তারিত গবেষণার জন্য দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তার বিষয়ে আরও তথ্য জানতে দেহাংশের নমুনা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হবে। এছাড়াও বিস্তারিত গবেষণার জন্য দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
advertisement
6/6
পরপর দু’বার এই অঞ্চলে একই প্রজাতির তিমি চলে আসার ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, এ বিষয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন। বালিন তিমি সমুদ্রের গভীর জলের প্রাণী। কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
পরপর দু’বার এই অঞ্চলে একই প্রজাতির তিমি চলে আসার ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, এ বিষয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন। বালিন তিমি সমুদ্রের গভীর জলের প্রাণী। কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
advertisement