Sarbamangala Mandir: সর্বমঙ্গলা মন্দিরে নিলাম দেবীর শাড়ি-গয়না, ভক্তদের কথায়, ' এ আমাদের কাছে দেবীর আশীর্বাদ'

Last Updated:
শনিবার ১৭০টি বেনারসী,৪২০টি অন্যান্য শাড়ি, এবং ২১টি চাদর বিক্রি হয়েছে। এদিন প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকার শাড়ি বিক্রি হয়েছে।
1/5
বর্ধমান,সায়নী সরকার: সর্বমঙ্গলা মন্দিরে শাড়ি ও অলঙ্কার নিলামে প্রবল উৎসাহ। প্রতিবছরের মতো এবছরও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের দেওয়া শাড়ি, সোনা ও রুপোর গয়না নিলাম শুরু হল। শনিবার হয় শাড়ি নিলাম, বরিবার অলংকার নিলাম। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
সর্বমঙ্গলা মন্দিরে শাড়ি ও অলংকার নিলামে প্রবল উৎসাহ। প্রতিবছরের মত এবছরও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আগত ভক্তদের দেওয়া শাড়ি, সোনা ও রুপোর অলংকার নিলাম শুরু হল। শনিবার হয় শাড়ি নিলাম ও বরিবার অলঙ্কার নিলাম। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড-এর সদস্য সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড শনিবার শাড়ি বিক্রি করেছে। প্রবল উৎসাহ ছিল ভক্তদের মধ্যে। পুলিশ উপস্থিত ছিল।রবিবার সোনা, রূপা বিক্রি হবে। পাশাপাশি অবশিষ্ট থাকা কিছু শাড়িও বিক্রি হবে।
সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড-এর সদস্য সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড শনিবার শাড়ি বিক্রি করেছে। প্রবল উৎসাহ ছিল ভক্তদের মধ্যে। পুলিশ উপস্থিত ছিল।রবিবার সোনা, রূপা বিক্রি হবে। পাশাপাশি অবশিষ্ট থাকা কিছু শাড়িও বিক্রি হবে।
advertisement
3/5
 সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড-এর সদস্য সঞ্জয় ঘোষ জানিয়েছেন আরও জানান, শনিবার ১৭০টি বেনারসী,৪২০টি অন্যান্য শাড়ি, এবং ২১টি চাদর বিক্রি হয়েছে। এদিন প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকার শাড়ি বিক্রি হয়েছে।
সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড-এর সদস্য সঞ্জয় ঘোষ জানিয়েছেন আরও জানান, শনিবার ১৭০টি বেনারসী,৪২০টি অন্যান্য শাড়ি, এবং ২১টি চাদর বিক্রি হয়েছে। এদিন প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকার শাড়ি বিক্রি হয়েছে।
advertisement
4/5
রবিবারও কিছু শাড়ি বিক্রি করা হবে। এছাড়াও সোনার ১৪১ টি সামগ্রী এবং রূপার ৫৮ টি সামগ্রী বিক্রি করা হবে। প্রতিবছরই পুজোর আগে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের দেওয়া শাড়ি, সোনা ও রুপোর অলঙ্কার নিলাম করা হয়।
রবিবারও কিছু শাড়ি বিক্রি করা হবে। এছাড়াও সোনার ১৪১ টি সামগ্রী এবং রূপার ৫৮ টি সামগ্রী বিক্রি করা হবে। প্রতিবছরই পুজোর আগে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের দেওয়া শাড়ি, সোনা ও রুপোর অলঙ্কার নিলাম করা হয়।
advertisement
5/5
নিলামে অংশ নেওয়া এক মহিলা জানান, '' প্রতিবছরই এই নিলাম হয়। অন্যান্য বছর আসা হয় না। এ'বছরই প্রথম এলাম। এই দিনটার জন্য খুব আগ্রহী ছিলাম, কারণ এই সব শাড়ি এবং অলঙ্কার আমরা মনে করি মায়ের আশীর্বাদ।
নিলামে অংশ নেওয়া এক মহিলা জানান, '' প্রতিবছরই এই নিলাম হয়। অন্যান্য বছর আসা হয় না। এ'বছরই প্রথম এলাম। এই দিনটার জন্য খুব আগ্রহী ছিলাম, কারণ এই সব শাড়ি এবং অলঙ্কার আমরা মনে করি মায়ের আশীর্বাদ।
advertisement
advertisement
advertisement