Christmas Cake: ৩০ টাকা থেকে শুরু, নামিদামি ব্র্যান্ডের কেককে টেক্কা দিচ্ছে জঙ্গলমহলের সস্তার ক্রিসমাস কেক! বিক্রি অঢেল
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Christmas Cake: নামিদামি কেককে টেক্কা দিচ্ছে জঙ্গলমহলের ক্রিসমাস কেক, চাহিদার যোগান দিতে হিমশিম খাচ্ছে শ্রমিকেরা!
advertisement
advertisement
advertisement
পুরুলিয়া শহরের তেলকলপাড়ার একটি বেকারি কেক সংস্থার কর্ণধার সোমনাথ দত্ত ও রামনাথ দত্ত জানান, সারা বছর পারুটি, বিস্কুট ও জন্মদিনের কেক তৈরি করলেও এই সময় শুধুমাত্র বড়দিনের কেক তৈরির ব্যস্ততা রয়েছে। তাদের তৈরি কেক টেক্কা দিচ্ছে বিদেশি নামি-দামি কেকের সঙ্গে। কর্মীসংখ্যাও বাড়াতে হয়েছে তাদের। যেখানে সারা বছর ৮০ জন কর্মী কাজ করে, বড়দিন উপলক্ষে ১২০ জন কর্মী কাজ করছে। এতে স্থানীয় কর্মসংস্থানও বেড়েছে।
advertisement
advertisement






