Power Cut Problem: পচা গরমে জেলায় জেলায় কারেন্ট অফ! শোচনীয় হাল! কী কারণ, চমকে দেওয়া তথ্য
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: গরমে জেলা জুড়ে বিদ্যুতের চরম সমস্যা কী কারণে ঘটছে জানলে অবাক হবেন
গরমের কারণে এখনও অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে, আর তার মধ্যেই ঘনঘন লোডশেডিং এর জ্বালায় অতিষ্ট জেলার নানা প্রান্তের মানুষজন। কোথাও ৩০ মিনিট, কোথাও এক ঘণ্টা, কোথাও আড়াই ঘণ্টার উপরেও থাকছে কারেন্ট অফ। আর তার জেরেই নাজেহাল অবস্থা জেলা বাসীদের, তিতিবিরক্ত অবস্থায় সাধারণ মানুষ। অভিযোগ বিদ্যুৎ সংস্থার টেলিফোনে ফোন করে ডকেট বুক করলেও মিলছে না কোন সুরাহা। (Rudra Narayan Roy)
advertisement
advertisement
জেলা সদর শহর বারাসতের মানুষদের সঙ্গে কথা বলে জানা গেল, বিদ্যুৎ দফতরের কাছে একটি মাত্র এসির অনুমতির নেওয়া থাকলেও, অবৈধভাবে বাড়িতে চলছে তিনটে-চারটে করে এসি। এর ফলে বিদ্যুতের ঘাটতি ঘটাছে ব্যাপক পরিমানে। যদিও বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা কোনরকম প্রতিক্রিয়া দেয়নি। এই অবৈধ এসির রমরমার জন্য লোডশেডিং এর বাড়ন্ত দেখা দিয়েছে বলেও মনে করা হচ্ছে। আর এর পেছনে কাজ করছে এক অংশের দালাল চক্র বলেও অভিযোগ তুলছেন জেলার নানা প্রান্তের মানুষজন।
advertisement
advertisement
আর্থিক কারণে যে সমস্ত বাড়িতে এখনও এসি নেই তাদের অবস্থা যেন আরও করুন। বিদ্যুৎ চলে গেলেই বাড়ির শিশু থেকে বয়স্ক মানুষজন গরমে হাঁসফাঁস করছে। তাদের কথায়, সবার বাড়িতে তো আর এসি ইনভার্টার নেই। ৭১ বছর বয়সী বৃদ্ধ অখিল বিশ্বাস জানান, সারারাত ঘুমাতে পারিছি না কারেন্ট অফ, অনেক সময় লো ভোল্টেজের কারণে পাখাও চলছে না ঠিকভাবে। গরমে ছটফট করেছি।
advertisement
advertisement
advertisement
অনেক জায়গাতে ইলেকট্রিকের তার বা আনুষঙ্গিক কিছু জিনিসপত্র পরিবর্তনও করা হচ্ছে হলেও বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে। সামনেই আবার আসছে বর্ষাকাল, ঝড় বৃষ্টির জেরেও দীর্ঘ সময় কারেন্ট অফের মধ্যেই কাটাতে হতে পারে জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজনকে। তবে কবে এই সমস্যা থেকে স্থায়ী সমাধান মিলবে তার কোন দিশা দেখতে পাচ্ছেন না জেলাবাসী।