Howrah News: প্রতি ডট বলে চারা গাছ লাগানোর অঙ্গীকার, অভিনব উদ্যোগ খেলার মাঠে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: খেলার মাঠ থেকে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ, প্রতি ডট বলে চারা গাছ লাগানোর উদ্যোগ মাজু প্রিমিয়ার লিগে। যা দেখে অভিভূত সকলেই।
advertisement
advertisement
advertisement
advertisement
এবার তৃতীয় বর্ষে মাজু প্রিমিয়ার লীগ। প্রতিবছর মানুষের আগ্রহ বেড়েই চলেছে। মাঠে পুরুষদের পাশাপাশি মহিলা দর্শকও দেখা মেলে। গ্রামের মানুষের কাছে এই খেলা মানে উৎসবের মত। বর্তমান সময়ে স্মার্টফোনের আসক্তি থেকে মাঠে ফেরাতে এই উদ্যোগ যেমন দারুণভাবে সাড়া ফেলেছে। তেমনি এবার পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ। ২ ইনিংস মিলিয়ে ১৬ ওভারের খেলায় ফাইনালে যতগুলি ডট বল হবে। প্রতি বল পিছু একটি করে চারা গাছ লাগানোর অঙ্গীকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার পরিবেশ কর্মীরা।