Panihati to Digha: এক বাসে সোজা পানিহাটি থেকে দিঘা! চালু নয়া সরকারি বাস পরিষেবা! কোন রুটে যাবে, কত ভাড়া জানুন

Last Updated:
Panihati to Digha: পানিহাটিবাসীর সুবিধার্থে পানিহাটি পুরসভার সামনে থেকেই সকাল সকাল ছাড়বে শীততাপ নিয়ন্ত্রিত পানিহাটি-দিঘাগামী বাসটি। এমনকী পুরসভার সামনেই থাকবে বাসের টিকিট কাউন্টার। মূলত সেখান থেকেই অগ্রিম টিকিট বুক করা যাবে।
1/5
দীর্ঘদিন ধরেই পানিহাটি থেকে সরাসরি দীঘা গামী বাসের দাবি তুলেছিলেন স্থানীয়রা। এবার তাই অপেক্ষার অবসান। দীর্ঘ দাবির পর্ব কাটিয়ে সেই দাবিকে মান্যতা দিতেই রাজ্য সরকারের তরফে চালু করা হচ্ছে সোদপুর থেকে সোজা দীঘা গামী বাস। চলতি মাসেই শীততাপ নিয়ন্ত্রিত এই বাসের পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই পানিহাটি থেকে সরাসরি দিঘাগামী বাসের দাবি তুলেছিলেন স্থানীয়রা। এবার তাই অপেক্ষার অবসান। দীর্ঘ দাবির পর্ব কাটিয়ে সেই দাবিকে মান্যতা দিতেই রাজ্য সরকারের তরফে চালু করা হচ্ছে সোদপুর থেকে সোজা দিঘাগামী বাস। চলতি মাসেই শীততাপ নিয়ন্ত্রিত এই বাসের পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
পানিহাটিবাসীর সুবিধার্থে পানিহাটি পুরসভার সামনে থেকেই সকাল সকাল ছাড়বে শীততাপ নিয়ন্ত্রিত পানিহাটি-দীঘা গামী বাসটি। এমনকি পুরসভার সামনেই থাকবে বাসের টিকিট কাউন্টার। মূলত সেখান থেকেই অগ্রিম টিকিট বুক করা যাবে।
পানিহাটিবাসীর সুবিধার্থে পানিহাটি পুরসভার সামনে থেকেই সকাল সকাল ছাড়বে শীততাপ নিয়ন্ত্রিত পানিহাটি-দিঘাগামী বাসটি। এমনকী পুরসভার সামনেই থাকবে বাসের টিকিট কাউন্টার। মূলত সেখান থেকেই অগ্রিম টিকিট বুক করা যাবে।
advertisement
3/5
এ বিষয়ে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন, পানিহাটিতে মোট ৩৫টি ওয়ার্ড রয়েছে, যার জনসংখ্যা সাড়ে ৫ লক্ষের কাছাকাছি। এত সংখ্যায় মানুষের দীঘা পর্যন্ত যাতায়াতকে সু নিশ্চিত করতেই এমন সোদপুর থেকে দীঘা গামী বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান, দীঘা শুধুমাত্র আগে ছিল সমুদ্র সৈকত, এখন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পর পানিহাটি স্থানীয় বাসিন্দাদের কথা চিন্তা করে এ হেন উদ্যোগে তৎপর হয়েছে রাজ্য সরকার।
এ বিষয়ে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন, পানিহাটিতে মোট ৩৫টি ওয়ার্ড রয়েছে, যার জনসংখ্যা সাড়ে ৫ লক্ষের কাছাকাছি। এত সংখ্যায় মানুষের দিঘা পর্যন্ত যাতায়াতকে সুনিশ্চিত করতেই এমন সোদপুর থেকে দিঘাগামী বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, দীঘা শুধুমাত্র আগে ছিল সমুদ্র সৈকত, এখন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পর পানিহাটি স্থানীয় বাসিন্দাদের কথা চিন্তা করে এ হেন উদ্যোগে তৎপর হয়েছে রাজ্য সরকার।
advertisement
4/5
রাজ্য পরিবহন দফতর পানিহাটি থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসেই তা চালু হবে। রাজ্য সরকারের এ হেন উদ্যোগে বেজায় খুশি পানিহাটি বাসী।
রাজ্য পরিবহন দফতর পানিহাটি থেকে দিঘা পর্যন্ত বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসেই তা চালু হবে। রাজ্য সরকারের এ হেন উদ্যোগে বেজায় খুশি পানিহাটিবাসী।
advertisement
5/5
তাই রাজ্য পরিবহন দপ্তর পানিহাটি থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসেই তা চালু হবে। রাজ্য সরকারের এ হেন উদ্যোগে বেজায় খুশি পানিহাটি বাসী।
তাই রাজ্য পরিবহন দপ্তর পানিহাটি থেকে দিঘা পর্যন্ত বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসেই তা চালু হবে। রাজ্য সরকারের এ হেন উদ্যোগে বেজায় খুশি পানিহাটি বাসী।
advertisement
advertisement
advertisement