Buy Biryani Get Gold: বিরিয়ানি কিনলে মিলবে সোনা! রেস্তোরাঁতে গিয়ে 'লটারি' জেতা ভাগ্য, দেরি না করে পৌঁছে যান

Last Updated:
প্রতিটি বিরিয়ানি ক্রেতাকে দেওয়া হচ্ছে একটি কুপন, আর মাস শেষে লটারির মাধ্যমে নির্বাচিত সৌভাগ্যবান গ্রাহকের হাতে উঠবে সোনার গহনা। 
1/6
বিরিয়ানি অর্ডারেই লুকিয়ে সোনা!  উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের একটি রেস্টুরেন্টে বিরিয়ানি কিনলেই মিলছে সোনার গহনা, চমকপ্রদ অফারে মাতোয়ারা শহর। (জুলফিকার মোল্যা)
বিরিয়ানি অর্ডারেই লুকিয়ে সোনা!  উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের একটি রেস্টুরেন্টে বিরিয়ানি কিনলেই মিলছে সোনার গহনা, চমকপ্রদ অফারে মাতোয়ারা শহর। (জুলফিকার মোল্যা)
advertisement
2/6
বিরিয়ানি খেতে গিয়ে যদি ভাগ্যে জোটে সোনার গহনা, কেমন লাগবে ভাবুন তো! ঠিক এমনই অবিশ্বাস্য অভিজ্ঞতার সুযোগ এবার বসিরহাটবাসীর সামনে। বসিরহাট  আমতলা টাকি রোডের জনপ্রিয় রেস্টুরেন্ট এক অভিনব উদ্যোগে চমকে দিয়েছে খাদ্যরসিকদের।
বিরিয়ানি খেতে গিয়ে যদি ভাগ্যে জোটে সোনার গহনা, কেমন লাগবে ভাবুন তো! ঠিক এমনই অবিশ্বাস্য অভিজ্ঞতার সুযোগ এবার বসিরহাটবাসীর সামনে। বসিরহাট  আমতলা টাকি রোডের জনপ্রিয় রেস্টুরেন্ট এক অভিনব উদ্যোগে চমকে দিয়েছে খাদ্যরসিকদের। (Representative Image)
advertisement
3/6
ধনতেরাস পেরিয়ে গেলেও এখানেই মিলছে সোনার সুযোগ—বিরিয়ানি খেলেই জিতে নেওয়া যাচ্ছে সোনার গহনা! পুরো এক মাস ধরে চলবে এই বিশেষ অফার।
ধনতেরাস পেরিয়ে গেলেও এখানেই মিলছে সোনার সুযোগ—বিরিয়ানি খেলেই জিতে নেওয়া যাচ্ছে সোনার গহনা! পুরো এক মাস ধরে চলবে এই বিশেষ অফার।
advertisement
4/6
প্রতিটি বিরিয়ানি ক্রেতাকে দেওয়া হচ্ছে একটি কুপন, আর মাস শেষে লটারির মাধ্যমে নির্বাচিত সৌভাগ্যবান গ্রাহকের হাতে উঠবে সোনার গহনা। শুধু তাই নয়, সঙ্গে থাকছে আরও একাধিক আকর্ষণীয় পুরস্কার, যা নিয়ে ইতিমধ্যেই জমে উঠেছে। 
প্রতিটি বিরিয়ানি ক্রেতাকে দেওয়া হচ্ছে একটি কুপন, আর মাস শেষে লটারির মাধ্যমে নির্বাচিত সৌভাগ্যবান গ্রাহকের হাতে উঠবে সোনার গহনা। শুধু তাই নয়, সঙ্গে থাকছে আরও একাধিক আকর্ষণীয় পুরস্কার, যা নিয়ে ইতিমধ্যেই জমে উঠেছে।
advertisement
5/6
বসিরহাটের আমতলা ফুড কিং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, “উৎসবের আমেজকে দীর্ঘায়িত করতেই এই পরিকল্পনা। গ্রাহকদের ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছি একটু ভিন্নভাবে।” স্থানীয়রাও বলছেন, “বিরিয়ানি তো রোজই খাই, কিন্তু এবার স্বাদের সঙ্গে ভাগ্যের হাতছানি!”
বসিরহাটের আমতলা ফুড কিং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, “উৎসবের আমেজকে দীর্ঘায়িত করতেই এই পরিকল্পনা। গ্রাহকদের ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছি একটু ভিন্নভাবে।” স্থানীয়রাও বলছেন, “বিরিয়ানি তো রোজই খাই, কিন্তু এবার স্বাদের সঙ্গে ভাগ্যের হাতছানি!”(Representative Image)
advertisement
6/6
এই অভিনব উদ্যোগ বসিরহাটের রেস্টুরেন্ট সংস্কৃতিতে এনে দিয়েছে এক নতুন অধ্যায়। উৎসবের মৌসুমে খাবারের স্বাদে যখন সোনার ছোঁয়া মিশে যায়, তখন বসিরহাট যেন সত্যিই হয়ে ওঠে “সোনার শহর”।
এই অভিনব উদ্যোগ বসিরহাটের রেস্টুরেন্ট সংস্কৃতিতে এনে দিয়েছে এক নতুন অধ্যায়। উৎসবের মৌসুমে খাবারের স্বাদে যখন সোনার ছোঁয়া মিশে যায়, তখন বসিরহাট যেন সত্যিই হয়ে ওঠে “সোনার শহর”।(Representative Image)
advertisement
advertisement
advertisement