Howrah News: নয়নাভিরাম ছবি, সরু আঁকাবাঁকা পথ... হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে নয়া আকর্ষণ এই বাঁশবাগান
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অন্য আকর্ষণের মধ্যে একটি এই বাঁশ বিভাগ। যেখানে বিভিন্ন ধরনের বাঁশ গাছ রয়েছে। এতদিন শুধু গবেষণা ও পঠন পাঠনের অঙ্গ হিসাবে এর গুরুত্ব ছিল। এবার সাধারণ মানুষের কাছে আকর্ষণের হয়ে উঠছে এই ব্যাম্বু বা বাঁশ বিভাগ।
advertisement
advertisement
advertisement
advertisement
বড় অংশ জুড়ে বিভিন্ন প্রজাতির বাঁশ। ঘন বাঁশের জঙ্গলে সরু রাস্তা, কোথাও নুয়ে পড়া বাঁশ আগলে রেখেছে শুরু পথ, আবার কোথাও বাঁশ বাগিচাদা গা ঘেঁষে বাগান ভেদ করে শুরু আঁকাবাঁকা ইট বিছান পথই বয়ে গেছে। এই পথ বোটানিকাল গার্ডেনে আসা পর্যটকদের নয়া আকর্ষণ। বাঁশ বাগানে এই পথে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বলেই জানান, জয়েন্ট ডিরেক্টর ড. দেবেন্দ্র সিং।






