advertisement

Howrah News: নয়নাভিরাম ছবি, সরু আঁকাবাঁকা পথ... হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে নয়া আকর্ষণ এই বাঁশবাগান

Last Updated:
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অন্য আকর্ষণের মধ্যে একটি এই বাঁশ বিভাগ। যেখানে বিভিন্ন ধরনের বাঁশ গাছ রয়েছে। এতদিন শুধু গবেষণা ও পঠন পাঠনের অঙ্গ হিসাবে এর গুরুত্ব ছিল। এবার সাধারণ মানুষের কাছে আকর্ষণের হয়ে উঠছে এই ব্যাম্বু বা বাঁশ বিভাগ।
1/5
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের নয়া আকর্ষণ! বাঁশ গাছের তলে সরু আঁকাবাঁকা পথ। প্রকৃতিপ্রেমী মানুষের জন্য আদর্শ এই স্থান। এখানে নির্ভেজাল অক্সিজেন আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন।
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের নয়া আকর্ষণ! বাঁশ গাছের তলে সরু আঁকাবাঁকা পথ। প্রকৃতিপ্রেমী মানুষের জন্য আদর্শ এই স্থান। এখানে নির্ভেজাল অক্সিজেন আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন।
advertisement
2/5
বোটানিক্যাল গার্ডেন একাংশ জুড়ে ঘন বাঁশের জঙ্গল। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথ। ঘন বাঁশ বাগানের মধ্যে তৈরি করা হয়েছে এই পথ।
বোটানিক্যাল গার্ডেন একাংশ জুড়ে ঘন বাঁশের জঙ্গল। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথ। ঘন বাঁশ বাগানের মধ্যে তৈরি করা হয়েছে এই পথ।
advertisement
3/5
হাওড়ার বোটানিকাল গার্ডেনে অন্যান্য আকর্ষণের মধ্যে অন্যতম বাঁশ বিভাগ। যেখানে বিভিন্ন ধরনের বাঁশ গাছ রয়েছে। এতদিন শুধু গবেষণা ও পঠন পাঠনের অঙ্গ হিসাবে এর গুরুত্ব ছিল। এবার সাধারন মানুষের কাছে আকর্ষণের হয়ে উঠছে এই ব্যাম্ব বা বাঁশ বিভাগ।
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অন্য আকর্ষণের মধ্যে একটি এই বাঁশ বিভাগ। যেখানে বিভিন্ন ধরনের বাঁশ গাছ রয়েছে। এতদিন শুধু গবেষণা ও পঠন পাঠনের অঙ্গ হিসাবে এর গুরুত্ব ছিল। এবার সাধারণ মানুষের কাছে আকর্ষণের হয়ে উঠছে এই ব্যাম্বু বা বাঁশ বিভাগ।
advertisement
4/5
বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত ক্যাফেটেরিয়ার পাশেই তৈরি করা হয়েছে এই বিভাগ। বোটানিক্যাল গার্ডেনের এক নম্বর গেট থেকে সামান্য দূরত্বে এই বাঁশ বাগান পথ।
বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত ক্যাফেটেরিয়ার পাশেই তৈরি করা হয়েছে এই বিভাগ। বোটানিক্যাল গার্ডেনের এক নম্বর গেট থেকে সামান্য দূরত্বে এই বাঁশ বাগান পথ।
advertisement
5/5
বড় অংশ জুড়ে বিভিন্ন প্রজাতির বাঁশ। ঘন বাঁশের জঙ্গলে সরু রাস্তা, কোথাও নুয়ে পড়া বাঁশ আগলে রেখেছে শুরু পথ, আবার কোথাও বাঁশ বাগিচাদা গা ঘেঁষে বাগান ভেদ করে শুরু আঁকাবাঁকা ইট বিছান পথই বয়ে গেছে। এই পথ বোটানিকাল গার্ডেনে আসা পর্যটকদের নয়া আকর্ষণ। বাঁশ বাগানে এই পথে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বলেই জানান, জয়েন্ট ডাইরেক্টর ডঃ দেবেন্দ্র সিং। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বড় অংশ জুড়ে বিভিন্ন প্রজাতির বাঁশ। ঘন বাঁশের জঙ্গলে সরু রাস্তা, কোথাও নুয়ে পড়া বাঁশ আগলে রেখেছে শুরু পথ, আবার কোথাও বাঁশ বাগিচাদা গা ঘেঁষে বাগান ভেদ করে শুরু আঁকাবাঁকা ইট বিছান পথই বয়ে গেছে। এই পথ বোটানিকাল গার্ডেনে আসা পর্যটকদের নয়া আকর্ষণ। বাঁশ বাগানে এই পথে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বলেই জানান, জয়েন্ট ডিরেক্টর ড. দেবেন্দ্র সিং। 
advertisement
advertisement
advertisement