Nadia News: অবহেলায় পড়ে প্রাচীন ইতিহাস! এবার শীতে ঘুরে আসুন নদিয়ার মায়াপুরে বল্লাল সেনের ঢিপি থেকে

Last Updated:
Nadia News: ইতিহাসবিদদের মতে, বল্লাল ঢিপি শুধু সেন যুগের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ নয়, নবদ্বীপ-মায়াপুর অঞ্চলের প্রাচীন শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতারও প্রমাণ। অথচ প্রশাসনের উদাসীনতার কারণে সেই ঐতিহ্য আজ ধ্বংসের মুখে।
1/6
নদিয়া জেলার মায়াপুরের বামুনপুকুর অঞ্চলে অবস্থিত বল্লাল সেনের ঢিপি, স্থানীয়ভাবে পরিচিত বল্লাল ঢিপি নামে। রাজা বল্লাল সেনের স্মৃতি বহনকারী এক গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এবার শীতে ঘুরে আসুন একবার ইতিহাসে ভরা এই জায়গা থেকে।
নদিয়া জেলার মায়াপুরের বামুনপুকুর অঞ্চলে অবস্থিত বল্লাল সেনের ঢিপি, স্থানীয়ভাবে পরিচিত বল্লাল ঢিপি নামে। রাজা বল্লাল সেনের স্মৃতি বহনকারী এক গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এবার শীতে ঘুরে আসুন একবার ইতিহাসে ভরা এই জায়গা থেকে।
advertisement
2/6
প্রায় ১২শ শতকের সেন যুগের ইতিহাস বহনকারী এই ঢিপিকে ঘিরে রয়েছে বহু কিংবদন্তি ও প্রত্নতাত্ত্বিক মূল্য। ১৯৮০ দশকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এখানে খনন চালিয়ে প্রাসাদের ধ্বংসাবশেষ, ইটের দেওয়াল, মঠসদৃশ কাঠামো, মৃৎপাত্রসহ বহু নিদর্শন উদ্ধার করে।
প্রায় ১২শ শতকের সেন যুগের ইতিহাস বহনকারী এই ঢিপিকে ঘিরে রয়েছে বহু কিংবদন্তি ও প্রত্নতাত্ত্বিক মূল্য। ১৯৮০ দশকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এখানে খনন চালিয়ে প্রাসাদের ধ্বংসাবশেষ, ইটের দেওয়াল, মঠসদৃশ কাঠামো, মৃৎপাত্রসহ বহু নিদর্শন উদ্ধার করে।
advertisement
3/6
এসব প্রমাণই জানায়, এই অঞ্চল একসময় ছিল সমৃদ্ধ রাজপ্রাসাদ বা রাজকীয় স্থাপনার কেন্দ্র। তবে ইতিহাসের এই মূল্যবান স্মারক আজ পড়ে রয়েছে চরম অবহেলার শিকার। বহু জায়গায় ভেঙে পড়ছে ইটের বাঁধন, বেড়ে উঠেছে ঝোপঝাড়।
এসব প্রমাণই জানায়, এই অঞ্চল একসময় ছিল সমৃদ্ধ রাজপ্রাসাদ বা রাজকীয় স্থাপনার কেন্দ্র। তবে ইতিহাসের এই মূল্যবান স্মারক আজ পড়ে রয়েছে চরম অবহেলার শিকার। বহু জায়গায় ভেঙে পড়ছে ইটের বাঁধন, বেড়ে উঠেছে ঝোপঝাড়।
advertisement
4/6
সঠিক সাইনেজ, সুরক্ষাব্যবস্থা, কিংবা পর্যটকদের জন্য ন্যূনতম অবকাঠামো কিছুই নেই বলে অভিযোগ এলাকাবাসীর। রাতে নিরাপত্তাহীনতার পাশাপাশি দিনদুপুরেও ভাঙচুর ও চোরাচালানের ভয় রয়েছে। প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে কোনও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
সঠিক সাইনেজ, সুরক্ষাব্যবস্থা, কিংবা পর্যটকদের জন্য ন্যূনতম অবকাঠামো কিছুই নেই বলে অভিযোগ এলাকাবাসীর। রাতে নিরাপত্তাহীনতার পাশাপাশি দিনদুপুরেও ভাঙচুর ও চোরাচালানের ভয় রয়েছে। প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে কোনও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
advertisement
5/6
ইতিহাসবিদদের মতে, বল্লাল ঢিপি শুধু সেন যুগের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ নয়; নবদ্বীপ-মায়াপুর অঞ্চলের প্রাচীন শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতারও প্রমাণ। অথচ প্রশাসনের উদাসীনতার কারণে সেই ঐতিহ্য আজ ধ্বংসের মুখে।
ইতিহাসবিদদের মতে, বল্লাল ঢিপি শুধু সেন যুগের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ নয়, নবদ্বীপ-মায়াপুর অঞ্চলের প্রাচীন শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতারও প্রমাণ। অথচ প্রশাসনের উদাসীনতার কারণে সেই ঐতিহ্য আজ ধ্বংসের মুখে।
advertisement
6/6
দ্রুত পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন এবং গবেষকরা। যথাযথ যত্ন ও প্রচারের অভাবে নদিয়ার এই অনন্য প্রত্নস্থল তার মূল্যবান ইতিহাস হারাচ্ছে—এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।
দ্রুত পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন এবং গবেষকরা। যথাযথ যত্ন ও প্রচারের অভাবে নদিয়ার এই অনন্য প্রত্নস্থল তার মূল্যবান ইতিহাস হারাচ্ছে—এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement