ভয়ে-আতঙ্কে ঘর থেকে বেরতে পারছে না কেউ! দিঘার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ওটা কে? বাঘ নাকি? শিউরে উঠল সবাই
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
শহরে আতঙ্ক ছড়ালেও অনেকের মনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। কেউ বলছেন এটি বাঘ, আবার কেউ বলছেন অজানা কোনও বন্যপ্রাণী।
কাঁথি, মদন মাইতি; কাঁথি শহরে হঠাৎ করেই দেখা মিলেছে এক অজানা জন্তুর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাঘের মতো দেখতে সেই প্রাণী। শহরের অনেকেই একে সত্যিই বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন। চারদিকে এখন শুধু একটাই আলোচনা, শহরে কি সত্যিই ঢুকে পড়েছে বাঘ? এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই আতঙ্কে কাঁথির সর্বস্তরের মানুষ।
advertisement
কাঁথি শহরের ৬ নম্বর ওয়ার্ডের শান্তি পল্লীতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে অদ্ভুত আকৃতির এক জন্তু। কখনো তাকে দেখা যাচ্ছে গলির ভিতর দিয়ে চলাফেরা করতে, আবার কখনো খাবারের খোঁজে ডাস্টবিনের সামনে ঘোরাঘুরি করতে। সিসিটিভির ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, প্রাণীটির গড়ন ও হাবভাব অনেকটাই বাঘের মতো। আর তাতেই আতঙ্ক আরও বেড়েছে সাধারণ মানুষের মনে। (ছবি ও তথ্য : মদন মাইতি)
advertisement
advertisement
advertisement
advertisement
বনদফতরের কাঁথি ফরেস্ট রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, “অনেকে এই প্রাণীটিকে বাঘ ভেবে আতঙ্কিত হচ্ছেন। কিন্তু আসলে এটি মেছো বিড়াল বা বাঘরোল। এই প্রাণীটি মানুষের কোনও ক্ষতি করে না। সাধারণত খাবারের খোঁজে শহরে ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবে এরা জঙ্গলে থাকে। জল জমে যাওয়ার কারণে হয়তো খাওয়ারের সন্ধানে শহরে চলে এসেছে। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি এবং বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” (ছবি ও তথ্য : মদন মাইতি)
