Murshidabad: ' মা শুধু দাদার পক্ষ নেয়, আমায় বকে', থানায় নিয়ে 'পুলিশকাকু'র কাছে অভিমান একরত্তির
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
একমাত্র আইসির কাছে গেলেই মিলবে সুরাহা, এই বিশ্বাস নিয়েই থানায় ছুটে গেল একরত্তি
advertisement
ভাইয়ের সঙ্গে ঝগড়া-মারামারি হয়েছিল দিদির। তাতে বিরক্ত হন মা। কিন্তু ভাইকে কিছু না বলে শুধু তাকেই বকাবকি করলেন! পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুলিশের কাছে বিচার চাইতে গেল বছর নয়ের একটি মেয়ে। মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশের কাছে মায়ের নামে অভিযোগ করল চতুর্থ শ্রেণীর ছাত্রী মালা হাজরা। তার নালিশ মন দিয়ে শুনেছে পুলিশ। খুদের অভিমান ভাঙিয়ে তাকে বাড়ি ফেরানো হয়েছে। পুলিশের এই মানবিক ভূমিকায় খুশি পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
advertisement
"পুলিশের ভূমিকায় খুশি মালার পরিবার। অন্যদিকে, মাকে 'বকা' দেওয়ায় 'পুলিশকাকু'কে ধন্যবাদ জানিয়েছে ছোট্ট মালা। বাবা রতন হাজরা বলেন, ‘‘ভাইকে মেরেছিল বলে ওর মা একটু বকেছিল। রাগ করে দাদুর বাড়ি চলে যাচ্ছিল মেয়ে। তাই বলে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাবে, ভাবতে পারিনি। পুলিশ অফিসার ধৈর্য ও সহানুভূতির পরিচয় দিয়েছেন। তাঁকে ধন্যবাদ জানালাম।’’