Monsoon Bengal News: বৈধরা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি, জল বাড়বে নীচু এলাকায়! দেখতে ভিড় উৎসাহী মানুষের
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মঙ্গলবার সকাল থেকে প্রায় ২২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই জল বেড়ে যাওয়ার কারণে ফুলেফেঁপে উঠেছে ব্রাহ্মণী এবং ত্রিপিতি নদী। বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বিভিন্ন গ্রামে।
বিগত বেশ কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে বীরভূম-সহ পার্শ্ববর্তী ঝাড়খন্ড এলাকায়। আর তার ফলেই ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদীর জলাধার। আজ থেকে ঠিক ২৫ বছর আগে ২০০০ সালের বন্যার কথা যেন কোথাও গিয়ে মনে পড়ছে বীরভূমের বাসিন্দাদের। তবে হঠাৎ কী এমন হল যে বীরভূমের বৈধরা ব্যারেজের পাশে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে।
advertisement
মূলত এই বৈধরা ব্যারেজ থেকে মঙ্গলবার থেকে এই দিন পর্যন্ত প্রায় কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই জল ছাড়া দেখতেই খোশ মেজাজে এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে প্রায় ২২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই জল বেড়ে যাওয়ার কারণে ফুলেফেঁপে উঠেছে ব্রাহ্মণী এবং ত্রিপিতি নদী। বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বিভিন্ন গ্রামে।
advertisement
advertisement
advertisement
সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের ভিড়, তার সাথে আশেপাশে গজিয়ে উঠেছে ঝালমুড়ি থেকে ফুচকার দোকান। হাতে মুড়ির প্যাকেট নিয়ে ব্যারেজের পাশে বসেই চলছে খাওয়া দাওয়া। এলাকার স্থানীয় বাসিন্দা সুব্রত বক্সী জানান "বাড়ির বাচ্চা জল ছাড়া দেখবো বলে জেদ করছিল তাই তাকে ঘুরতে নিয়ে এলাম।" সব মিলিয়ে কষ্টের মাঝেও আনন্দ খুঁজে নিচ্ছেন ব্যারেজের আশেপাশে অবস্থিত মানুষজনেরা।








