Love Affair: পরিবারের মুখে অন্ন যোগাতে কাকা ভিন রাজ্যে কাজে, ভাসুরের ছেলের সঙ্গে এক পাতে খেতে খেতে কাকীমা আর যা করল
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Love Affair: ভ্যালেন্টাইন উইকের শুরুতেই এ কী কাণ্ড ,এ কী কাণ্ড কাকিমার সঙ্গে ভাইপো, তারপর
advertisement
খাপাড়া এলাকার বাসিন্দা ,কাকা একতারুল হক। তিনি রুটি রোজগারের টানে ভিন রাজ্যে কেরলে কর্মরত। আর সেই সুযোগে কাকিমার সঙ্গে প্রেমে জড়িয়ে যায় ভাইপো । তারপরেই শুরু হয় মিষ্টি মধুর প্রেম। এক পাতে দু'জনের খাওয়া, একসঙ্গে থাকা। আর এরই মধ্যে ঘটে গেল ঘটনা। সংসার ছেড়ে কাকিমা তাঁর ভাসুরের ছেলের সঙ্গে পালিয়ে গেল বাড়ি ছেড়ে। এমনটাই অভিযোগ করছে একতারুল হক সহ গ্রামবাসী ও তাঁর মা।
advertisement
advertisement
advertisement









