Love Affair: পরিবারের মুখে অন্ন যোগাতে কাকা ভিন রাজ্যে কাজে, ভাসুরের ছেলের সঙ্গে এক পাতে খেতে খেতে কাকীমা আর যা করল

Last Updated:
Love Affair: ভ্যালেন্টাইন উইকের শুরুতেই এ কী কাণ্ড ,এ কী কাণ্ড কাকিমার সঙ্গে ভাইপো, তারপর
1/5
মুর্শিদাবাদ: ভালোবাসার সপ্তাহ শুরু।আর এই ভালোবাসার সপ্তাহে নিজের কাকিমাকে নিয়ে পালিয়ে গেল ভাইপো। দুই সন্তানের মা অর্থাৎ নিজের মা সমতুল্য কাকিমাকে নিয়ে পালালভাইপো । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর খাপাড়া এলাকায় । Photo- Representative
মুর্শিদাবাদ: ভালোবাসার সপ্তাহ শুরু।আর এই ভালোবাসার সপ্তাহে নিজের কাকিমাকে নিয়ে পালিয়ে গেল ভাইপো। দুই সন্তানের মা অর্থাৎ নিজের মা সমতুল্য কাকিমাকে নিয়ে পালালভাইপো । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর খাপাড়া এলাকায় । Photo- Representative
advertisement
2/5
খাপাড়া এলাকার বাসিন্দা ,কাকা একতারুল হক। তিনি রুটি রোজগারের টানে ভিন রাজ্যে কেরলে কর্মরত‌। আর সেই সুযোগে কাকিমার সঙ্গে প্রেমে জড়িয়ে যায় ভাইপো । তারপরেই শুরু হয় মিষ্টি মধুর প্রেম। এক পাতে দু'জনের খাওয়া, একসঙ্গে থাকা। আর এরই মধ্যে ঘটে গেল ঘটনা। সংসার ছেড়ে কাকিমা তাঁর ভাসুরের ছেলের সঙ্গে পালিয়ে গেল বাড়ি ছেড়ে। এমনটাই অভিযোগ করছে একতারুল হক সহ গ্রামবাসী ও তাঁর মা।
খাপাড়া এলাকার বাসিন্দা ,কাকা একতারুল হক। তিনি রুটি রোজগারের টানে ভিন রাজ্যে কেরলে কর্মরত‌। আর সেই সুযোগে কাকিমার সঙ্গে প্রেমে জড়িয়ে যায় ভাইপো । তারপরেই শুরু হয় মিষ্টি মধুর প্রেম। এক পাতে দু'জনের খাওয়া, একসঙ্গে থাকা। আর এরই মধ্যে ঘটে গেল ঘটনা। সংসার ছেড়ে কাকিমা তাঁর ভাসুরের ছেলের সঙ্গে পালিয়ে গেল বাড়ি ছেড়ে। এমনটাই অভিযোগ করছে একতারুল হক সহ গ্রামবাসী ও তাঁর মা।
advertisement
3/5
এই ঘটনার কথা সামনে আসতেই হৈ চৈ পড়ে যায় গোটা এলাকায়। পাশাপাশি, ভাইপো অর্থাৎ যুবকের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাঁদের ছেলে হায়দরাবাদে কাজে গিয়েছে এ বিষয়ে আমাদের ছেলে কোনরকম ভাবে জড়িত নয় বলেই পাল্টা অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার কথা সামনে আসতেই হৈ চৈ পড়ে যায় গোটা এলাকায়। পাশাপাশি, ভাইপো অর্থাৎ যুবকের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাঁদের ছেলে হায়দরাবাদে কাজে গিয়েছে এ বিষয়ে আমাদের ছেলে কোনরকম ভাবে জড়িত নয় বলেই পাল্টা অভিযোগ করা হয়েছে।
advertisement
4/5
কাকিমা অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছে বলেই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা । এইদিকে পালিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েছে একতারুল হক ।
কাকিমা অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছে বলেই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা । এইদিকে পালিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েছে একতারুল হক ।
advertisement
5/5
এই ঘটনার পর ইতি মধ্যেই সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ করেছে পরিবারের পক্ষ থেকে। Input- Kaushik Adhikary
এই ঘটনার পর ইতি মধ্যেই সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ করেছে পরিবারের পক্ষ থেকে। Input- Kaushik Adhikary
advertisement
advertisement
advertisement